রাজ্যের স্বার্থে একজোট তৃণমূল ও সিপিএম। পশ্চিমবঙ্গের শাসক ও বিরোধী দল এক সুরে সংসদে দাবি তুলেছে, শিবপুরের ‘বেসু’-কে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (আইআইইএসটি)-র তকমা দেওয়ার পরে তার অন্তত অর্ধেক আসন রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। দাবি মানা না হলে দু’দলই পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে মাঠে নামতে তৈরি।
চলতি বাজেট অধিবেশনেই বেসু-র মানোন্নয়ন বিলটি পাশ করাতে চাইছে কেন্দ্র। ২০১০ সালে মন্ত্রিসভায় চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও এত দিন বিষয়টি আটকে ছিল। তাই এ বার সব দলই সিদ্ধান্ত নিয়েছে, বিলটি আর স্থায়ী কমিটিতে না পাঠিয়ে এক ঘণ্টা আলোচনা করে সেটি পাশ করিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সাংসদরা মনে করছেন, আগামিকালই বিলটি লোকসভায় আনা হতে পারে। তাই আগেভাগেই আসন সংরক্ষণের দাবি জানিয়ে বিলে সংশোধনী এনেছেন তৃণমূলের সৌগত রায় এবং সিপিএমের শেখ সাইদুল হক। সৌগতর বক্তব্য, অন্তত অর্ধেক আসন রাজ্যের ছাত্রছাত্রীদের সংরক্ষিত থাকুক। সাইদুল সরাসরি ৫০% আসন সংরক্ষণেরই দাবি জানিয়েছেন।
সৌগতের দাবি, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী এম এম পল্লম রাজুর সঙ্গে কথা বললেও মন্ত্রী কোনও আশ্বাস দেননি। তাই কাল লোকসভায় আলোচনা হলে রাজ্যের ছাত্রছাত্রীদের দাবিতে তাঁরা সরব হবেন। |