১০০ দিনের প্রকল্পে পুকুর সংস্কার করতে গিয়ে মাটির নীচ থেকে মিলল দু’টি খুলি ও কিছু হাড়গোড়। ইন্দাস থানার মামুদপুর গ্রামের বাহাদুরপুর নামে একটি পুকুর থেকে বুধবার ও বৃহস্পতিবার সকালে এগুলি উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই দীঘলগ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামের ওই পুকুরে ১০০ দিন প্রকল্পে মাটি কাটার কাজ চলছে। স্থানীয় তৃণমূল নেতা অশোক নিয়োগী বলেন, “মাটি খোঁড়ার সময় ওই পুকুরে খুলি ও কিছু হাড়গোড় দেখতে পান শ্রমিকরা। এরপর বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। উদ্ধার হওয়া হাড়গোড় ও খুলি কাদের তা তদন্ত করে দেখার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।” ইন্দাসের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় বলেন, “ওই পুকুর থেকে দু’টি খুলি ও হাড়গোড় পাওয়া গিয়েছে। স্থানীয় ভাবে জেনেছি যে, ওই পুকুরের পাড়ে শ্মশান ও কবরস্থান রয়েছে। পুলিশকে ঘটনাটি তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে।” এসডিপিও (বিষ্ণুপুর) পরাগ ঘোষ বলেন, “খুলি ও হাড়গোড় উদ্ধারের ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে। হাড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।”
|
বাঁকুড়ার ইন্দাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার চরকা গ্রামে বাড়ি থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম হায়দার আলি। ওই ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে ধরা হল। গত ৪ মার্চ রাতে ইন্দাসের হাসপাতাল মোড়ে রাস্তা সংস্কারের কাজ করতে আসা শ্রমিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী। তারা শ্রমিকদের মারধর, মোবাইল ছিনতাইয়ের সঙ্গে এক তরুণী শ্রমিককে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৭ মার্চ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকা থেকে পাঁচ জন দুষ্কৃতীকে ধরা হয়েছিল। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “ওই ঘটনায় ধৃতদের জেরা করে হায়দার আলিকে ধরা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” বৃহস্পতিবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে তোলা হয়।
|
বাঁকুড়া জেলা প্রশাসন চলতি অর্থবর্ষে মার্চ মাস পর্যন্ত একশো দিন কাজের প্রকল্পে গড়ে ৪২ দিন কাজ দিয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়ার জেলাশাসক বিজয় ভারতী সাংবাদিক বৈঠকে এ কথা জানান। তিনি বলেন, “১২ হাজার পরিবার ১০০ দিন কাজ পেয়েছেন।”
|
প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিল খাওয়ার সুবিধের জন্য মঙ্গলবার ঝালদা ১ ও ঝালদা ৩ নম্বর চক্রের শিক্ষক-শিক্ষিকাদের হাতে ১৬৪টি স্কুলের ১২,১১২ জন পড়ুয়ার জন্য থালা তুলে দেন বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাতো। অন্য দিকে, বুধবার আড়শার শিরকাবাদ ও হেটগুগুই পঞ্চায়েত এলাকার ৪০টি স্কুলের ৪,৩৬৭ জন পড়ুয়ার জন্য থালা দেওয়া হয়।
|
তসর চাষের উন্নয়নে রবিবার মানবাজারে হয়ে গেল কর্মশিবির ও আলোচনাচক্র। সংশ্লিষ্ট দফতরের পুরুলিয়ার সহ-অধিকর্তা বুলবুল হোসেন মণ্ডল জানান, মানবাজার ১ ও ২ ব্লক, বান্দোয়ান, পুঞ্চা প্রভৃতি এলাকার ৬৫ জন তসরচাষি শিবিরে যোগ দিয়েছিলেন।
|
চোলাই মজুত মবিক্রির অভিযোগে একজনকে ধরল পুলিশ। বুধবার রাতে ইঁদপুর থানার মরলু গ্রামে বাড়ি থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। ধৃতের নাম উত্তম মণ্ডল। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০ লিটার চোলাই। |