জগদীশচন্দ্র বসুর সঙ্গে আদানপ্রদান হওয়া চিঠিপত্রে রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা নিয়ে আলোচনা করেন তিনি। জাপান থেকে লেখা চিঠি নিয়ে বলেন কলা ভবনের অধ্যাপক আর শিবকুমার। ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে পত্রালাপ নিয়ে আলোচনা করেন সীতাংশু রায়। রবীন্দ্র ভবনের অধিকর্তা তপতী মুখোপাধ্যায় বললেন নির্মল কুমারী-রবীন্দ্রনাথ চিঠির আদানপ্রদান নিয়ে। এ ছাড়াও আলোচনা করেন জয়তী গুপ্ত, ক্যাথলিন ও’কনেল এবং বিশ্বজিৎ রায়। আজ শুক্রবার আলোচনায় থাকছেন মার্টিন ক্যাম্পচেন, গোপা দত্ত, উদয়নারায়ণ সিংহ-সহ বহু বিশিষ্ট বিশেষজ্ঞ।
|
জেলা রেশম শিল্প বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার রেশম চাষিদের নিয়ে কর্মশালা হল নলহাটির কানুপুর গ্রামে। রেশমের উৎপাদন বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেওয়া হয়। নলহাটি ১ ও ২ ব্লক এবং মুরারই ২ ব্লকের রেশম চাষিরা উপস্থিত ছিলেন।
|
প্রয়াত শিল্পী গণেশ পাইনকে স্মরণ করল বিশ্বভারতী। বৃহস্পতিবার কলা ভবন চত্বরে হওয়া স্মরণসভায় যোগ দেন বহু বর্তমান ও প্রাক্তন পড়ুয়া, শিক্ষক ও অধ্যাপক। প্রয়াত শিল্পীর জীবন ও শিল্পচর্চা নিয়ে আলোচনা করেন শিল্পী সনৎ কর।
|