পাহাড় লাগোয়া জমি থেকে চুনাপাথর কেটে পাচার করার অভিযোগে পাথর-সহ দু’টি গাড়ি আটক করল ভূমি ও ভূমি সংস্কার দফতর। কোটশিলা থানায় একটি মামলাও রুজু করেছে পুলিশ। |
পুলিশ ও দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কোটশিলা থানার জাবর পাহাড় এলাকার অদূরে খৈরি মোড়ের কাছে একটি ট্রাক্টর ও একটি গাড়িকে আটক করা হয়। কিছু দিন ধরেই দফতরের কাছে খবর আসছিল যে, ওই এলাকায় চুনাপাথর কেটে কেউ বা কারা পাচার করছে। এই খবর পেয়েই মঙ্গলবার দফতরের আধিকারিক ও কর্মীরা অভিযান চালাতেই দু’টি গাড়ি ধরা পড়ে। ঝালদা ২ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পঙ্কজ আচার্য বলেন, “আমরা খৈরি মোড়ের কাছে ওই গাড়ি দু’টিকে পাই। তাতে চুনাপাথর বোঝাই ছিল। কিন্তু চালকেরা কোনও কাগজপত্র দেখাতে পারেননি।” জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দিলীপ ঘোষ বলেন, “ওই গাড়িতে কারা ওই পাথর পাচারের চেষ্টা করছিল তাদের খোঁজ চলছে। খনি ও খনিজ সম্পদ আইন লঙ্ঘনের অভিযোগে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।” |