শিশু অপহরণ থেকে ছিনতাই গুজবের ঠেলায় অতিষ্ঠ মানবাজারের বাসিন্দারা। স্কুল ছুটির ঢের আগেই তাই উদ্বিগ্ন অভিভাবকেরা সন্তানের স্কুলের সামনে গিয়ে হাজির হচ্ছেন। কেউ কেউ আবার স্কুলের মাঝেই ফোন করে জানতে চাইছেন, তাঁর শিশু সন্তান স্কুলে আছে তো! গুজবের চোটে অস্থির হয়ে উঠেছেন মানবাজার থানার পুলিশ কর্মীরাও। তাই জেলা পুলিশ সুপার সি সুধাকর সর্বধারণের উদ্দেশ্যে বলেছেন, “এই ধরনের গুজবে বিভ্রান্ত হবেন না। পুলিশ আপনাদের পাশে রয়েছে। কোথাও অস্বাভাবিক কিছু ঘটনা দেখলে, পুলিশকে জানান।”
বাসিন্দারা জানান, বেশ কিছু দিন ধরেই মানবাজার সদর ও লাগোয়া এলাকায় লোকমুখে নানা রকমের গুজব ছড়াচ্ছে। কখনও শোনা যাচ্ছে, কোথাও স্কুলের সামনে থেকে দু’টি বাচ্চাকে কয়েক জন গাড়িতে তুলে নিয়ে পালিয়েছে। কখনও শোনা যাচ্ছে, স্কুল থেকে বাড়ি ফেরত এক কিশোরীকে দুই যুবক জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিশোরী দৌড়ে পালিয়ে বেঁচেছে। আবার রাতের অন্ধকারে এক দোকান-কর্মীরা রাস্তা আটকে মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই করেছে বলেও শোনা যাচ্ছে। মানবাজারের বাসিন্দা বাপি মুখোপাধ্যায়, মুচিরাম কুণ্ডুরা বলেন, “কয়েক দিন ধরে নানা জনের মুখে খালি চারপাশে নানা রকমের উত্পাতের খবর শোনা যাচ্ছে। কিন্তু কোথায়, কখন ওই ঘটনা ঘটেছে, কে দেখেছেকেউ সে সব জবাব দিতে পারছে না। সবারই জবাব, অন্যের কাছে শুনেছি। একটি বেসরকারি স্কুলের শিক্ষক বিশ্বম্ভর নারায়ণদেব বলেন, “স্কুল চলাকালীন অনেক অভিভাবক ফোন করে তাঁর ছেলে ঠিকঠাক রয়েছে কি না জানতে চাইছেন। স্কুল ছুটির আগেও অনেকে এসে ভিড় করছেন।” মানবাজার থানার এক পুলিশ কর্মী বলেন, “মহা সমস্যা তৈরি হয়েছে। অনেকে কিছু খবর পেলেই সটান থানায় ফোন করে সত্যাসত্য জানতে চাইছেন।” পুলিশ জানিয়েছে, গুজব কারা ছড়াচ্ছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। ধরার পরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। |