টুকরো খবর |
রাতভর অভিযানে ধৃত তিন দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
পুলিশের হাতে ধরা পড়ল এক সুপারিকিলার-সহ তিন দুষ্কৃতী। বুধবার সন্ধ্যা থেকে রাতভর তল্লাশি চালিয়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ ওই তিন দুষ্কৃতী ছাড়াও বেশ কিছু আগেয়াস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি ওয়ান শটার পাইপগান, একটি সেভেন এম এম পিস্তল, রিভলভার ও ৩০ রাউন্ড গুলি। ধৃতদের নাম টিকাই ওরফে বিকাশ বিশ্বাস, তপাই বিষ্ণু ও প্রসেন ওরফে বিনয় বিশ্বাস। তাদের চাঁদপাড়া ও ঠাকুরনগর রেল স্টেশন সংলগ্ন এলাকা গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বনগাঁর বক্সীপল্লি, সাতভাই কালীতলা ও চাঁদপাড়া এলাকায়। |
|
উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র।- নিজস্ব চিত্র |
পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, বনগাঁর সিকদারপল্লির বাসিন্দা বিজন বিশ্বাস ওরফে মোটা বাপিকে খুনের ঘটনায় তারা জড়িত। গত ৮ মার্চ সকালে গাইঘাটার ধানকুনি এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে বিজনবাবুর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি বনগাঁ মহকুমায় রাতে দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে গিয়েছে। এর প্রেক্ষিতে এসডিপিও রূপান্তর সেনগুপ্তর নেতৃত্বে মহকুমার চারটি থানার পুলিশের একটি দল অভিযানে নেমেছে। অস্ত্রশস্ত্র-সহ তিন দুষ্কৃতীর গ্রেফতার তারই সুফল বলে মনে করছে পুলিশ।
|
মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
নদীতে মাছ ধরতে গিয়ে বাঘে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল গোসাবায়। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে পীরখালি জঙ্গলের ধারে পীরখালি নদীতে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর নাম কার্তিক ডাকুয়া। বাড়ি বাসন্তীর ঝাড়খালির ৩ নম্বর গভর্মেন্ট কলোনি। বুধবার সকালে দু’জনের একটি দল ওই নদীতে মাছ ধরতে গেলে কার্তিককে বাঘে টেনে যায়। এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের ডিএফও লিপিকা রায় বলেন, “ঘটনা শুনেছি। সম্ভবত ওই মৎস্যজীবী দলের বৈধ কাগজপত্র ছিল না।” ঝড়খালি মৎস্যজীবী সমিতির সভাপতি সুকান্ত সরকার বলেন, “ওই মৎস্যজীবীদের কাছে বৈধ নথি ছিল কিনা, খোঁজ নিচ্ছি।”
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। বুধবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের বনগাঁ-শিয়ালদহ শাখার হাবরা স্টেশনের কাছে ডোবা কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম দীপু বিশ্বাস (১৬)। সে স্থানীয় বাণীপুর বাণীনিকেতন হাইস্কুলের ছাত্র ছিল।
|
দেহ উদ্ধার |
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় মাতলা নদীর চরে বছর তিরিশের ওই ব্যক্তির মৃতদেহ দেখেন বাসিন্দারা। পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। |
|