ফের ডাকাতি বনগাঁ মহকুমায়।
বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটার চাঁদপাড়া বাজারের একটি সোনার দোকানে। দুষ্কৃতীরা তিনজন নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে লুঠপাট চালায়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত দুটো থেকে চারটের মধ্যে দোকানের সাটার ভেঙে ঢুকে দুষ্কৃতীরা দুটি সিন্দুক থেকে বেশ কয়েক ভরি সোনা, রূপো ও কয়েক হাজার টাকা লুঠ করে। দোকানের মালিক প্রভাসচন্দ্র সাহা বলেন, “ভোর সাড়ে চারটে নাগাদ একজন ফোন করে আমায় ডাকাতির কথা জানায়। দোকান থেকে প্রায় ৩ ভরি সোনা, ৪ কেজি রূপোর গয়না ও ৮৪ হাজার টাকা লুঠ করা হয়েছে।”
ডাকাতির পর ঘটনাস্থলে যান বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির বনগাঁ মহকুমার কর্তারা। সমিতির সহ সম্পাদক দিলীপ মজুমদার বলেন, “মহকুমায় একের পর এক সোনার দোকানে চুরি ও ডাকাতি হচ্ছে। অথচ পুলিশ কারওকে ধরতে পারছে না। এ ভাবে চললে ব্যবসা বন্ধ করে দিতে হবে।” কয়েকদিন আগেই বনগাঁর কালুপুরে একটি সোনার দোকানের দেওয়াল ভেঙে চুরির ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
নিখোঁজ ছাত্র। গত রবিবার থেকে শান্তিপুরের ফুলিয়ার বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্র অভিজিৎ পাল নিখোঁজ। টিউশন পড়তে বেরিয়ে আর ফেরেনি সে। প্রেমে ব্যর্থ হয়েই ওই ছাত্র বাড়ি ছেড়েছে বলে পুলিশের অনুমান। |