বাইরে থেকে দরজায় তালা দিয়ে বাড়িওয়ালাকে সপরিবার পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক ভাড়াটে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সালকিয়ার ত্রিপুরা রায় লেনের একটি বাড়িতে। বাড়িওয়ালার অভিযোগ, প্রোমোটিংয়ের জন্য বাড়ি না দেওয়ায় তাঁদের এক ভাড়াটে এক প্রোমোটারের সঙ্গে হাত মিলিয়ে বাড়িতে আগুন লাগিয়ে তাঁদের পুড়িয়ে মারার চেষ্টা করেন। বাসুদেব মণ্ডল নামে ওই ভাড়াটেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রোজের মতো বুধবার রাতেও পাশাপাশি দু’টি ঘরের একটিতে ছিলেন বাড়ির মালিক রাধাদেবী সোনকার এবং তাঁর চার নাতি-নাতনি। পাশের ঘরে ছিলেন রাধাদেবীর বড় ছেলে রাজেশ ও তাঁর স্ত্রী পিঙ্কি। পুলিশ জানায়, রাত দেড়টা নাগাদ ঘরের ভিতরটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠায় রাজেশ ও পিঙ্কির ঘুম ভেঙে যায়। তাঁরা জানলা দিয়ে দেখেন বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে। দরজা খুলে বাইরে বেরোতে গিয়ে দেখেন বাইরে থেকে সেটি তালা দেওয়া এবং সেটিও জ্বলছে। প্রথমে তাঁরা ঘর থেকে পানীয় জল এনে দরজার আগুন নেভানোর চেষ্টা করেন। পরে লাথি মেরে দরজার একটি পাল্লা ভেঙে বেরিয়ে আসেন।
পুলিশ জানায়, ওই পরিবার তাদের জানিয়েছে, রাজেশ ও পিঙ্কির চিৎকারে ঘুম ভেঙে যায় রাধাদেবী এবং নাতি-নাতনিদের। দরজা খুলে বেরিয়ে আসতে গিয়ে দেখেন তাঁদের দরজাতেও তালা দেওয়া এবং সামনে আগুন জ্বলছে। সকলের চিৎকার, কান্নাকাটির শব্দে বাড়ির অন্য বাসিন্দাদেরও ঘুম ভেঙে যায়। ততক্ষণে রাজেশ দরজা ভেঙে বেরিয়ে এসেছেন। এর পরে সকলে মিলে আগুন নিভিয়ে দরজা ভেঙে রাধাদেবীদের উদ্ধার করেন। |
বৃহস্পতিবার সালকিয়ার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, দু’টি ঘরের দরজা পুড়ে গিয়েছে। তালা দেওয়া অবস্থায় একটি পাল্লা ভেঙে পড়ে রয়েছে। সামনের উঠোনে পড়ে রয়েছে পোড়া কাপড়, প্লাস্টিক। বাড়ির সকলের মুখে তখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। রাধাদেবীদের পাশের একটি ঘরে একাই ভাড়া থাকেন বাসুদেব নামে বছর ছত্রিশের ওই অভিযুক্ত।
রাজেশবাবুর অভিযোগ, “বাসুদেব দীর্ঘদিন ধরেই নানা অসামাজিক কাজে যুক্ত। ও কোনও প্রোমোটারের মদতেই আমাদের ভয় দেখাচ্ছে, যাতে আমরা বাড়ি বিক্রি করে চলে যাই আর সেখানে প্রোমোটিং হোক।” রাজেশবাবুর পরিবারের অভিযোগ, এর আগেও তাঁদের নানা ভাবে উত্ত্যক্ত করেছেন বাসুদেব। এক প্রোমোটারকে দিয়ে টাকার লোভও দেখিয়েছে। কিন্তু এ ভাবে পুড়িয়ে মারার পরিকল্পনা করবে ভাবা যায়নি। হাওড়ার ডিসি সদর নিশাত পারভেজ জানান, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী ভাবে আগুন লেগেছিল তা-ও খতিয়ে দেখা হচ্ছে। |