হাওয়ার দাপটে তারকারা বেসামাল |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আবহাওয়ার যে খামখেয়ালিপনায় মোহালিতে এ দিন টস পর্যন্ত করা গেল না, সেই একই আবহাওয়ার মর্জি ঠিকঠাক আঁচ করতে না পেরে আভান্থা মাস্টার্সের প্রথম রাউন্ডে জাঁকিয়ে বসতে পারলেন না অনির্বাণ লাহিড়ী থেকে জীব মিলখা সিংহরা। সকালের এলোমেলো হাওয়া ওলটপালট করে দিয়ে গেল সব হিসাব। বিকালে হাওয়া কমার পর নেমে ১১-আন্ডার ৬১ স্কোর করে লিডারবোর্ডে এক নম্বরে রইলেন তাইল্যান্ডের চিনারাত ফাডুংসিল। পঁচিশের তরুণ নিজেও ভাবতে পারেননি পাঁচ শটে এগিয়ে থেকে রাউন্ড শেষ করবেন। বলেই ফেললেন, “অবিশ্বাস্য কাণ্ড! আজ সবকিছু আমার পক্ষে গেল!” ৬-আন্ডার ৬৬ স্কোরে দ্বিতীয় স্থানে রইলেন ভারতের উদীয়মান প্রতিভা অভিজিৎ সিংহ চাড্ডা।
বারো কোটি আটাত্তর লক্ষ টাকা পুরস্কার মূল্যের টুর্নামেন্টে উৎসাহ সবচেয়ে বেশি ছিল আট বারের ইউরোপীয় ট্যুর চ্যাম্পিয়ন কলিন মন্টগোমেরির ভারতের মাটিতে প্রথম নামা নিয়ে। মন্টগোমেরি ৭৬ স্কোর করে রইলেন প্রথম একশোর বাইরে। অনির্বাণ, টুর্নামেন্টে ২০১১-র চ্যাম্পিয়ন শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া, গগনজিৎ ভুল্লার এবং অশোক কুমার ৬৮ স্কোরে যুগ্ম পনেরো নম্বর। জীব এবং রাহিল গাঙ্গজি ৬৯ স্কোর করে তিরিশ তম স্থানে। দিনের শেষে আক্ষেপ ঝরল অনির্বাণের গলায়। বললেন, “হাওয়ায় বল ঠিক করে হিটই করতে পারিনি আজ। আশা করি কাল হাওয়া কম থাকলে আরও ভাল খেলব।” শিবশঙ্কর অবশ্য মনে করছেন প্রথম রাউন্ডের শেষে ৬৮ স্কোর মোটেই খারাপ নয়। কলকাতার তারকার কথায়, “হাতে এখনও তিন দিন সময়। লড়াই জমবে বলেই মনে হচ্ছে।” |