নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিএবি-র আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতায় (সিনিয়র) দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরোতে পারল না পশ্চিম মেদিনীপুর। দ্বিতীয় রাউন্ডের দু’টি ম্যাচেই হেরে গিয়েছে জেলার দল। পরিস্থিতি এতটাই করুণ যে পুরো দলই মাঠে নামানো যায়নি। বহরমপুরে আয়োজিত দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে পশ্চিম মেদিনীপুর খেলেছে ১০ জন খেলোয়াড় নিয়ে। আর দ্বিতীয় ম্যাচে ৯ জন।
জানা গিয়েছে, জেলা দলের একাংশ সদস্য ক্লাব ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার ফলেই এই পরিস্থিতি। তাঁরা ক্লাবের খেলা ছেড়ে জেলার হয়ে খেলতে যেতে রাজি হননি। এই ব্যাখ্যা এড়িয়ে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য বিদ্যুৎ বসু বলেন, “কেন এমন হল তা খতিয়ে দেখা হচ্ছে।”
সম্প্রতি বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাকে নিয়ে সিএবি পরিচালিত আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতার (সিনিয়র) প্রথম রাউন্ডের খেলা হয় মেদিনীপুরে। সর্বাধিক পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে পশ্চিম মেদিনীপুর। জেলা ক্রিকেট দলের সদস্য সংখ্যা ২০। অথচ, দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য সোমবার ট্রেনে করে মাত্র ৯ জন বহরমপুর রওনা দেন। দলের সব সদস্য না যাওয়ায় জেলার দল খেলতে পারবে কি না, সংশয় তৈরি হয়। পরিস্থিতি দেখে বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। ওই রাতে কলকাতা থেকে আরও এক জন সদস্য বহরমপুর যান। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বিরুদ্ধে খেলে পশ্চিম মেদিনীপুর। তবে ১০ জনের বেশি মাঠে নামাতে পারেনি। ওই ম্যাচে হারের পর ওই এক জন্য সদস্যও ফিরে আসেন। বৃহস্পতিবার হাওড়ার সঙ্গে ৯ জন নিয়ে খেলে পশ্চিম মেদিনীপুর। এই ম্যাচেও দল হেরে যায়। আজ, শুক্রবার খালি হাতেই ঘরে ফিরবেন মেদিনীপুরের ক্রিকেটাররা। |