ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছেন রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল। শেষ ষোলোয় আর্নেস্তো গুলবিসকে ৪-৬,৬-৪,৭-৫ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নাদাল। হাঁটুর চোট থেকে এক মাস আগে ফিরে দুটো খেতাব জিতলেও ইন্ডিয়ান ওয়েলস জেতাই আসল লক্ষ্য নাদালের। কিন্তু নাদালের তৃতীয় ইন্ডিয়ান ওয়েলস খেতাবের সামনে দাড়িয়ে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ফেডেরার। ওয়ারিঙ্কাকে হারিয়ে যিনি এ বার রাফার সামনে।
|
‘স্বামী বিবেকানন্দ চেস ফর ইয়ং ২০১৩’ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে যোগোদ্যান মঠ, কাঁকুড়গাছিতে। প্রতিযোগিতা চলবে ১৬ থেকে ২১ মার্চ পর্যন্ত। গত বছরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পাঁচশো দশ জন প্রতিযোগী। মোট চারটে গ্রুপে ফেলা হবে প্রতিযোগীদের। অনূর্ধ্ব ৭, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩। চ্যাম্পিয়নকে স্বামী বিবেকানন্দের নামে ট্রফি দেওয়া হবে। সে জাতীয় এজ গ্রুপ দাবায় অংশ নিতে পারবে।
|
সুইস ওপেনের শেষ ষোলোয় পৌঁছলেন ভারতীয় ব্যাডমিন্টনের ‘পোস্টার গার্ল’ সাইনা নেহওয়াল। বৃহস্পতিবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই সাইনা ১৩-২১, ২১-১৫, ২১-১২ হারান ফ্রান্সের সাসিনা ওয়ারানকে। তাঁর প্রতিপক্ষ বুলগেরিয়ার পেটিয়া নেদেলচেভা। অন্য দিকে পুরুষদের বিভাগে শেষ ষোলোয় পৌঁছলেও হেরে গেলেন পারুপল্লী কাশ্যপ। এ দিকে সদ্য প্রকাশিত বিশ্বর্যাঙ্কিং তালিকায় এক ধাপ উঠে নিজের দ্বিতীয় স্থান আবার ফিরে পেয়েছেন সাইনা। দু’ধাপ উন্নতি করে কাশ্যপ উঠেছেন বিশ্বের সাত নম্বরে।
|
ভারতীয় ক্রীড়াজগতে ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল। কেইরিন রেস ট্র্যাকে সাইক্লিংয়ে যিনি রুপো জিতেছিলেন, সেই মনোরমা দেবীর হাতে মেডেল ট্রে ধরিয়ে দেওয়া হল! ঘটনাটি ঘটে, এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়ানশিপ জয়ীদের সংবধর্না অনুষ্ঠানে। শুধু মনোরমা দেবী-ই নন, সুনীতা দেবী ও অঞ্জনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। সাধারণত, মেডেল ট্রে আনার দায়িত্ব থাকে সংগঠকদের। প্রশ্ন উঠছে, কোন যুক্তিতে এক রুপোজয়ী সাইক্লিস্টকে মেডেল ট্রে আনার কথা বলা যায়? কিন্তু আশ্চর্যজনক ভাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সংগঠনের সচিব ওঙ্কার সিংহ বলেছেন, “এতে অপমানের কী আছে? এশীয় চ্যাম্পিয়নকে মেডেল দেওয়া তো গর্বের ব্যাপার।”
|
ভারতীয় ক্রীড়াজগতে ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল। কেইরিন রেস ট্র্যাকে সাইক্লিংয়ে যিনি রুপো জিতেছিলেন, সেই মনোরমা দেবীর হাতে মেডেল ট্রে ধরিয়ে দেওয়া হল! ঘটনাটি ঘটে, এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়ানশিপ জয়ীদের সংবধর্না অনুষ্ঠানে। শুধু মনোরমা দেবী-ই নন, সুনীতা দেবী ও অঞ্জনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। সাধারণত, মেডেল ট্রে আনার দায়িত্ব থাকে সংগঠকদের। প্রশ্ন উঠছে, কোন যুক্তিতে এক রুপোজয়ী সাইক্লিস্টকে মেডেল ট্রে আনার কথা বলা যায়? কিন্তু আশ্চর্যজনক ভাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সংগঠনের সচিব ওঙ্কার সিংহ বলেছেন, “এতে অপমানের কী আছে? এশীয় চ্যাম্পিয়নকে মেডেল দেওয়া তো গর্বের ব্যাপার।”
|
নিউজিল্যান্ডের কাছে ০-২ হেরে আজলান শাহ হকি থেকে ছিটকে গেল ভারত। দ্বিতীয়ার্ধে পেনাল্টি কর্নার থেকে অ্যান্ডি হাওয়ার্ডের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। শেষে ৫৫ মিনিটে কোরি বেনেটের গোল ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। অন্য দিকে কোরিয়ার সঙ্গে ৩-৩ ড্র করলেও টেবিলের শীর্ষে এখনও অস্ট্রেলিয়া।
|
কলকাতা রেফারি অ্যাসোসিয়েশন আয়োজিত রেফারি প্রশিক্ষণ শুরু ২৪ মার্চ। বয়স ১৮-২৮ বছর। উৎসাহীদের ২০ মার্চের মধ্যে যোগাযোগ করতে হবে ময়দানের সিআরএ তাঁবুতে। |