|
|
|
|
স্মরণসভায় গরহাজির ওমর আবদুল্লা, ক্ষুব্ধ সিআরপি |
নিজস্ব প্রতিবেদন |
গত কালই পাঁচ সহকর্মীকে অসম লড়াইয়ে মারা যেতে দেখেছিলেন তাঁরা। সেই নিহতদেরই শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার এক স্মরণ-অনুষ্ঠানের আয়োজন করেছিল সিআরপি ও কাশ্মীর পুলিশ। কিন্তু তাতে যোগ না দেওয়ায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার উপর ক্ষুব্ধ জওয়ানদের একাংশ। শেষমেশ অবশ্য শ্রীনগর বিমানবন্দরে নিহতদের শ্রদ্ধা জানাতে হাজির হন ওমর।
গত কাল কাশ্মীরের বেমিনার পুলিশ পাবলিক স্কুলের মাঠে ক্রিকেট কিট নিয়ে ঢোকা দুই জঙ্গির হামলায় প্রাণ হারান পাঁচ নিরাপত্তা কর্মী। তাঁদের সহকর্মীরা বলছেন, প্রায় নিরস্ত্র অবস্থায় লড়তে হয়েছিল ওই পাঁচ জনকে। যেখানে আত্মঘাতী দুই জঙ্গির হাতে ছিল গ্রেনেড বা এ-কে ৪৭-এর মতো অস্ত্র, সেখানে তাঁদের সহকর্মীদের লড়তে হয়েছে হাতে শুধু একটা লাঠি নিয়ে।
কাশ্মীর উপত্যকায় সিআরপি-র প্রায় অর্ধেক বাহিনীকে কেন আগ্নেয়াস্ত্র দেওয়া হয়নি, সেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে এই ঘটনার পরেই। যে প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে বলেছেন, “জম্মু ও কাশ্মীরে যখন শান্তিপ্রক্রিয়া চলছে, তখন সরকার চায় না সব সময় বন্দুক উঁচিয়েই সেটা করা হোক। বরং লাঠি হাতেও অনেক সময় পরিস্থিতি সামাল দেওয়া যায়।” জওয়ানদের ক্ষোভটা ঠিক এখানেই। কেন এ ভাবে অসম লড়াইয়ে মরতে হল তাঁদের সহকর্মীদের?
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাতে না আসায় সেই ক্ষোভ চরমে ওঠে। জওয়ানরা প্রশ্ন তোলেন, “মুখ্যমন্ত্রী কোথায়?” দাবি করেন, দেশকে নিরাপত্তা দিতে তাঁরা জীবন বিপন্ন করেন প্রতি মুহূর্তে। অথচ তাঁদেরই মৃত্যুতে কেন অনুপস্থিত ওমর আবদুল্লা? কোনও সংঘর্ষে আম জনতার মৃত্যু হলে যেখানে মুখ্যমন্ত্রী তাঁদের বাড়ি যান, সেখানে সিআরপি জওয়ানদের প্রতি এমন অবহেলা কেন? জওয়ানদের এই ক্ষোভ প্রকাশের মধ্যেই অবশ্য নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন করেন সিআরপি-এর ডিরেক্টর জেনারেল প্রণয় সহায় এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি অশোক প্রসাদ। ফুলের তোড়া আর চোখের জলে পাঁচ সহকর্মী এ বি সিংহ, ওম প্রকাশ, এল পেরুমল, সুভাষ এবং সতীশ শাহকে শেষ বিদায় জানান জওয়ানরা।
এ দিন তাঁদের দেহ বিমানে ওঠানোর আগে শ্রীনগর বিমানবন্দরে হাজির হন ওমর আবদুল্লা। শ্রদ্ধাও জানান তিনি। তবে বৃহস্পতিবার বিধানসভায় এই আত্মঘাতী হামলার প্রসঙ্গ তোলার পরে বিরোধীদের কড়া সমালোচনার মুখোমুখি হয়েছেন ওমর। বিজেপি এবং প্যান্থার্স পার্টি প্রতিবাদে সভা ত্যাগ করে। পরে দুই দলের কর্মীরা বিধানসভা ঘেরাও করে স্লোগানও দেন।
|
গতকালের খবর: শ্রীনগরে হানা হিজবুলের, হত ৫ সিআরপি |
|
|
|
|
|