মমি-রহস্য: ‘নিখোঁজ’ কিশোর কি জাদুঘরেই রাত কাটাল, সন্দেহ। |
সিআইডি-র মিসিং পার্সন স্কোয়াড দাবি করেছে, তারা ভারতীয় জাদুঘর থেকে ঋককে উদ্ধার করেনি। একই সঙ্গে ওই বিভাগের অফিসারেরা জানান, ১৩ মার্চ ঋকের বাবা ইন্দ্রনীল গঙ্গোপাধ্যায় তাঁদের টেলিফোনে জানান, তাঁর ছেলে ফিরে এসেছে। ইন্দ্রনীলবাবু অবশ্য কোনও সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে নারাজ। তাঁদের বাড়ি গেলে নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেন, কোনও সাংবাদিককে উপরে উঠতে দেওয়া নিষেধ করা আছে।
ভারতীয় জাদুঘর যে থানা এলাকায়, সেই নিউ মার্কেট থানার ওসি শান্তনু সিংহ বিশ্বাস নিজে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দু’বার জাদুঘরের ওই দু’দিনের সিসিটিভি-র ফুটেজ পরীক্ষা করেন। জাদুঘর কর্তৃপক্ষ জানান, পুলিশ ঋক বা তার মতো কেউ ফুটেজে নেই।
সার্ভে পার্ক থানা সূত্রের খবর, ইন্দ্রনীলবাবু ১২ মার্চ সন্ধ্যায় সেখানে ছেলের নিখোঁজের ডায়েরি করেন। ১৩ মার্চ সন্ধ্যায় তিনি নিজেই থানার ওসি জয়নাল আবেদিনকে টেলিফোন করে জানান, তাঁর ছেলে ফিরে এসেছে।
ভারতীয় জাদুঘরের মুখ্য নিরাপত্তা অফিসার সুমন্ত রায় বলেন, “বন্ধ করার সময়ে প্রতিটি গ্যালারি চার জন অফিসারের সামনে তল্লাশি করে তালায় গালা দিয়ে সিল করা হয়। সকালে চার জন অফিসারের সামনেই তালা খুলে খাতায় সময় লিখে রাখতে হয়। ওই দু’দিনের সব ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। কোথাও গরমিল দেখা যায়নি।” |