হলদিয়ায় শিল্প স্থাপনে আগ্রহী সংস্থা রাজ্যের ছাড়পত্র প্রত্যাহারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু উচ্চ আদালত তাদের আবেদন খারিজ করে দেওয়ায় ওই এলাকায় নতুন শিল্প গড়ার উপরে নিষেধাজ্ঞা বহাল রইল। বিপজ্জনক দূষণের জন্য আদতে ওই নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও একটি সংস্থাকে হলদিয়ায় দু’টি শিল্প প্রকল্প রূপায়ণের ছাড়পত্র দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু এই ব্যাপারে কেন্দ্রের কড়া মনোভাব জেনে রাজ্য পরে সেই ছাড়পত্র প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। রাজ্যের এই সিদ্ধান্ত বদলের বিরুদ্ধেই ওই শিল্প সংস্থা মামলা করে হাইকোর্টে। বৃহস্পতিবার তাদের সেই আবেদনই খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত।
শুধু হলদিয়া নয়। লাগামছাড়া পরিবেশ দূষণের কারণে আপত্তি জানিয়ে প্রথমে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক কয়েক বছর আগে বার্নপুর-ইস্কো এবং হাওড়ার বামনগাছি এলাকাতেও নতুন শিল্প স্থাপন করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল। গত অক্টোবর ও নভেম্বরে ধনসেরি পেট্রোকেমিক্যাল অ্যান্ড টি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে হলদিয়ার বাসুদেবপুর ও পরানচক মৌজায় দু’টি নতুন শিল্প গড়ার ছাড়পত্র দিয়ে দেয় রাজ্য। এতে ক্ষোভ প্রকাশ করে ছাড়পত্র প্রত্যাহারের নির্দেশ দেয় কেন্দ্র। রাজ্যের পরিবেশ অফিসার দেবল রায় ১১ মার্চ ওই ছাড়পত্র প্রত্যাহার করে নেন। মামলা করে ওই সংস্থা। বিচারপতি জানান, এই বিষয়ে মামলা শোনার কোনও এক্তিয়ারই নেই তাঁর। আদালতের খবর, ওই সংস্থা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আবেদন করতে পারে বলে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।
হলদিয়ায় নতুন শিল্প স্থাপনের অনুমতি চেয়ে সম্প্রতি হাইকোর্টে আবেদন করেছিলেন হলদিয়া উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করে জানায়, এই নিয়ে কেন্দ্রীয় গ্রিন ট্রাইব্যুনালে আবেদন করতে পারে নিগম। |