বিশ্ব বাজারে তেলের দর নামছে। তাই এ বার দেশের বাজারে প্রায় এক টাকা কমতে পারে লিটার পিছু পেট্রোল। তবে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সার মতো বাড়ার সম্ভাবনা। সংশ্লিষ্ট সূত্রের খবর, কাল, শুক্রবারই ওই সংশোধিত দাম ঘোষণা করতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সে ক্ষেত্রে কাল বা পরশু থেকেই কার্যকর হবে নতুন দর। এখন কলকাতায় পেট্রোল লিটারে ৭৮.৩৪ ও ডিজেল ৫২.০৪ টাকা। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে টানা দু’বার দাম বেড়েছে পেট্রোলের। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ বার দাম কমতে পারে মূলত দু’টি কারণে। এক, বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলে ১৩১ ডলার থেকে নেমেছে প্রায় ১২০ ডলারে। আর দুই, ডলারে বেড়েছে টাকার দাম। এক ডলার পৌঁছেছে ৫৪.১১ টাকায়। উল্টো দিকে, ডিজেলের দাম বাড়তে পারে কেন্দ্রের সিদ্ধান্ত মেনেই। কারণ গত জানুয়ারিতে সরকারই সিদ্ধান্ত নিয়েছিল, যত দিন না ডিজেলে তেল সংস্থাগুলির লিটার পিছু প্রায় ১১ টাকার ক্ষতি দূর করা যাচ্ছে, তত দিন পর্যন্ত প্রতি মাসে একটু একটু করে বাড়ানো হবে দাম।
|
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। এর আগে ওই বিভাগের প্রধান ছিলেন অ্যান্ডি রবিন। গুগল-প্রধান ল্যারি পেজ একটি ব্লগে এই ক্ষমতা হস্তান্তরের খবর স্বীকার করে নিয়েছেন। তিনি লিখেছেন, “নতুন নতুন জিনিস তৈরির ব্যাপারে সুন্দরের একটা সহজাত প্রতিভা রয়েছে। শুধু তা-ই নয়, কোনও কঠিন জিনিসকেও সকলে যাতে সহজে ব্যবহার করতে পারে সে কাজে ও দক্ষ।” প্রসঙ্গত, গুগল ক্যালেন্ডার ও জি-মেল তৈরিতে সুন্দরের বিশেষ অবদান রয়েছে। আদতে তামিলনাড়ুর বাসিন্দা সুন্দর খড়্গপুর আইআইটি থেকে বি টেক পাশ করার পরে আমেরিকা চলে যান। এত দিন তিনি গুগল ক্রোম ও গুগলের বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ছিলেন। এ বার থেকে সেই তালিকায় সংযোজন হল অ্যান্ড্রয়েডের নাম।
|
রাষ্ট্রায়ত্ত নালকো শেয়ারের দাম ন্যূনতম ৪০ টাকায় বেঁধে দিল কেন্দ্র। যা বৃহস্পতিবার তাদের শেয়ার দরের (৪৪.২৫ টাকা) তুলনায় প্রায় ১০% কম। লগ্নি টানতে যে কেন্দ্র দামে ছাড় দিতে চলেছে, তা নিয়ে আশঙ্কা ছিলই বাজারে। যে কারণে এ দিন দর পড়েছে প্রায় ৫%। প্রতিটি নালকো শেয়ারের মূল দাম বা ফেস ভ্যালু ৫ টাকা। শুক্রবারই সংস্থার প্রায় ৫% শেয়ার বিক্রি করবে কেন্দ্র।
|
গৃহঋণের সুদে বিশেষ ছাড় দিচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক। অল ব্যাঙ্ক আশিয়ানা প্রকল্পের অধীনে ৩০-৭৫ লক্ষ টাকা গৃহঋণ নিলে সুদ দিতে হবে ১০.২৫%। এই সুবিধা পাবেন ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়রাও। প্রসেসিং ফি-তেও আছে ছাড়। ৩১ মার্চ পর্যন্ত মিলবে সুবিধা। |