জেলা পরিষদের সভাধিপতির আসনটি এ বার সংরক্ষিত হল তফসিলি উপজাতি প্রার্থীর জন্য। তবে সহ-সভাধিপতি আসনটি সাধারণের জন্যই রয়েছে বলে জানালেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলাশাসক জানান, মোট ৩১টি পঞ্চায়েত সমিতির সভাপতি আসনের ১৫টি মহিলাদের জন্য সংরক্ষিত। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতির গলসি ২ আসনটি তফসিলি উপজাতি মহিলা, কালনা ১ ও পূর্বস্থলী ২ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলা, জামালপুর, পাণ্ডবেশ্বর ও কেতুগ্রাম ২ তফসিলি জাতির মহিলা, বর্ধমান ১ তফসিলি জাতি মহিলাদের জন্য সংরক্ষিত। অন্য দিকে মেমারি ১ তফসিলি জাতি, রায়না ১ পিছিয়ে পড়া সম্প্রদায় প্রার্থীদের জন্য সংরক্ষিত।
জেলাশাসক জানান, জেলার ২৭৭টি পঞ্চায়েতের প্রধান পদের মধ্যে ১৩৮টি মহিলাদের জন্য সংরক্ষিত। ২১টি তফসিলি জাতি, ৯২টি তফসিলি উপজাতি ও ২৫টি পদ পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষিত হয়েছে।
কাটোয়া, বারাবনি ও কালনা ১ ব্লক-সহ মোট সাতটিতে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ সংরক্ষণ নিয়ে আপত্তি জানিয়েছিল কয়েকটি রাজনৈতিক দল। তবে শুনানির পরে সেই আপত্তি বাতিল করা হয়েছে। আজ, শুক্রবার সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন সংক্রান্ত সংরক্ষণের ঘোষনা করা হবে। একই সঙ্গে প্রকাশিত হবে নতুন ভোটার তালিকাও। |