সরকারি সাহায্য পেতে চলেছেন কালনা ১ ব্লকের কালীনগর গ্রামের অগ্নিকাণ্ডে গৃহহারারা। কালনা ১ পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দফতর থেকে অগ্নিকাণ্ডে গৃহহারা ৬৯ জন দশ হাজার টাকা করে সাহায্য পাবেন। এই তালিকায় কালীনগর গ্রামের ৬০ জনের নাম রয়েছে। সপ্তমীর দিন আচমকা একটি বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে গ্রামের ৬০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সর্বস্ব খুইয়েছিলেন গ্রামের বেশিরভাগ পরিবারই। কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল বলেন, “দ্রুত টাকা বিলি করার চেষ্টা চলছে।”
|
পরপর দু’টি বাড়িতে চুরি হল কাঁকসায়। বৃহস্পতিবার রাতে কাঁকসার মোল্লাপাড়ায় তালা ভেঙে চুরি হয়। গৃহকর্তা কেয়ামত আলি, শেখ একরামরা পুলিশকে জানান, টাকা ও গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘণ্টাখানেকের জন্য বাইরে গেলে তার ফাঁকেই চুরি হয়। পুলিশ তদন্তে গেলে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, পরপর চুরি হলেও পুলিশ কিনারা করতে পারছে না। পুলিশ অবশ্য দুষ্কৃতীদের ধরার আশ্বাস দিয়েছে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার সকালে বর্ধমান-আরামবাগ রোডের বাদুলিয়ায় ঘটনাটি ঘটে। মৃতের নাম গদাধর ঘোষ (৬০)। বাড়ি পুনিয়া গ্রামে। পুলিশ ট্রাকটিকে আটক ও চালককে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায়ও ভাতারের ঝাড়ুলে ট্রাক্টরের ধাক্কায় মারা যান এক যুবক। তাঁর নাম নিতাই পাল (২৬)।
|
পুকুর সংস্কারের সময়ে একটি পাইপগান উদ্ধার করল পুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, বৃহস্পতিবার খন্ডঘোষ থানার গুইরেতে একশো দিনের প্রকল্পের কাজে একটি পুকুর সংস্কার চলছিল। তখনই পাইপগানটি উদ্ধার করা হয়।
|
কাটোয়া
রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে আবৃত্তি উৎসব। সংহতি মঞ্চ।
সন্ধ্যা সাড়ে ৬টা।
উদ্যোগ: বহুবচন আবৃত্তি চর্চা কেন্দ্র।
ক্রিকেট প্রতিযোগিতা।
কলেজ মাঠ। সকাল ১০টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা। |