জেলা পরিষদের সভাধিপতির আসনটি এ বার সংরক্ষিত হল তফসিলি উপজাতি প্রার্থীর জন্য। তবে সহ-সভাধিপতি আসনটি সাধারণের জন্যই রয়েছে বলে জানালেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলাশাসক জানান, মোট ৩১টি পঞ্চায়েত সমিতির সভাপতি আসনের ১৫টি মহিলাদের জন্য সংরক্ষিত। ২৭৭টি পঞ্চায়েতের প্রধান পদে ১৩৮টি মহিলাদের জন্য সংরক্ষিত। ২১টি তফসিলি জাতি, ৯২টি তফসিলি উপজাতি ও ২৫টি পদ পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। কাটোয়া, বারাবনি ও কালনা ১ ব্লক-সহ মোট সাতটিতে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ সংরক্ষণ নিয়ে আপত্তি জানিয়েছিল কয়েকটি রাজনৈতিক দল। তবে শুনানির পরে সেই আপত্তি বাতিল করা হয়েছে। আজ, শুক্রবার সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন সংক্রান্ত সংরক্ষণের ঘোষনা করা হবে। একই সঙ্গে প্রকাশিত হবে নতুন ভোটার তালিকাও।
|
এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কাঁকসার অজয়পল্লিতে। বৃহস্পতিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবরাত্রির দিন রাতে মন্দিরে পুজো সেরে বাড়ি ফেরার পথে পরিমল মণ্ডল নামে এক তৃণমূল কর্মী ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তিনি গ্রামে বিষয়টি জানালে পর দিন তৃণমূলের উদ্যোগে সালিশি সভাও বসে। কিন্ত সেখানে উল্টে ওই মহিলাকে হুমকি দেওয়া ও টানাহ্যাঁচড়া করা হয় বলে অভিযোগ। ভয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। বৃহস্পতিবার তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
|
ফের ফাটল দেখা গেল বারাবনির রসুনপুর লাগোয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে এলাকার কাপিষ্টা-আমুলিয়া ঘাট রাস্তায় ফাটল দেখতে পান বাসিন্দারা। চাঞ্চল্য ছড়ায় এলাকাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম চক্রবর্তী। বাসিন্দাদের আশ্বস্ত করেন তিনি। ফাটল নামা অংশটি ঘিরে রাখা হয়েছে। গত ৯ মার্চ এখানেই ধস নেমে রাস্তায় বড়সড় ফাটল হয়েছিল। ব্লক প্রশাসন মাটি ফেলে নতুন একটি রাস্তা বানিয়েও দেয়। বৃহস্পতিবার সেই রাস্তার কিছু অংশে নতুন করে ফাটল ধরেছে।
|
পরপর দু’টি বাড়িতে চুরির ঘটনা ঘটল কাঁকসায়। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কাঁকসার মোল্লাপাড়ায় তালা ভেঙে চুরি হয়। গৃহকর্তা কেয়ামত আলি, শেখ একরামরা পুলিশকে জানান, টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘণ্টাখানেকের জন্য তালা দিয়ে বাইরে গেলে তার ফাঁকেই বাড়িতে চুরি হয়েছে বলে তাঁরা জানান। পুলিশ ঘটনার তদন্তে গেলে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, পরপর চুরি হলেও পুলিশ কোনও কিনারা করতে পারছে না। পুলিশ অবশ্য দুষ্কৃতীদের ধরার আশ্বাস দিয়েছে।
|
বকেয়া বেতন মেটানোর দাবিতে বিক্ষোভ দেখালেন আসানসোল পুরসভার ‘অ্যাসেসমেন্ট’ দফতরের অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার মহকুমাশাসকের কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। পরে মহকুমাশাসককে স্মারকলিপিও দেন। তাঁদের অভিযোগ, ১৯৯৩ সাল থেকে তাঁরা এই দফতরে অস্থায়ী ভাবে কাজ করছেন। স্থায়ীকরণ ও বকেয়া মেটানোর দাবিতে তাঁদের এই বিক্ষোভ।
|
একটি মোবাইল দোকান থেকে বেশ কয়েকটি মোবাইল চুরি করল দুষ্কৃতীরা। বুধবার রাতে কোকওভেন থানার গ্যারাজ মোড়ে ঘটনাটি ঘটে। দোকান মালিক মণিরুল হক পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
দুর্গাপুর
‘ক্র্যাফ্ট বাজার’। গাঁধী ময়দান। সকাল ১১টা। উদ্যোগ: নর্থ ইস্টার্ন
হ্যান্ডিক্রাফ্টস অ্যান্ড হ্যান্ডলুমস ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা। সকাল সাড়ে ৯টা।
এমএএমসি মাঠ। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
ভলিবল প্রতিযোগিতা। বিকাল ৫টা। টিএসি মাঠ। |