দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাব ২৩ রানে হারাল অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাবকে। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ইছলাবাদ ৯ উইকেটে ১১০ রান করে। পরে অ্যাপোলো ২১ ওভারে ৮৭ রান করে। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা দেবাশিস। এ দিনের অন্য ম্যাচে বাম অ্যাপোলো সঙ্ঘ ৮ উইকেটে হারায় ন্যাশন্যাল স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে ন্যাশন্যাল ৩০.৪ ওভারে ১৩৩ রান করে। জবাবে ৩১.৪ ওভারে ১৩৪ রান করে বাম অ্যাপোলো। দলের ছট্টু মালিক ৮৭ রান করে ম্যাচের সেরা হয়েছেন।
|
বর্ধমান মেডিক্যাল কলেজের ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার হাউস পিজিটি দল ২০ রানে হারাল ২০১০-১১ ব্যাচকে। প্রথমে ব্যাট করে পিজিটি ১৬ ওভারে ১৫২ রান করে। সর্বোচ্চ ৭৬ রান করেন পূর্ণেন্দু পাল। পরে ২০১০-১১ ব্যাচ ১৬ ওভারে করে ১৩২ রান করে। বিজয়ী দলের শুভদীপ বসুর অন্যবদ্য ফিল্ডিং পিজিটিকে জিততে সাহায্য করে। এ দিনই বর্ধমান মেডিক্যাল কলেজ চত্বরে একটি অত্যাধুনিক জিমের উদ্বোধন হয়। এই জিমে কলেজের ছাত্রছাত্রী ও কর্মীরা শরীরচর্চার সুযোগ পাবেন।
|
জিতল পূর্ব রেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার জয়ী হল পূর্বরেল আসানসোল স্পোর্টস। রেলমাঠের এই খেলায় তারা সাঁকতোড়িয়া সিএকে ৪১ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্বরেল ৭ উইকেট হারিয়ে ২১৪ রান করে। জবাবে ১৭৩ রানের বেশি তুলতে পারেনি সাঁকতোড়িয়া। সর্বোচ্চ ৫৭ রান করেন বিজয়ী দলের অগ্নিভ রায়। এ দিনই সাঁকতোড়িয়া স্টেডিয়ামের খেলায় সানডে সিএ দোমহানি একাদশকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি ৯ উইকেট হারিয়ে ২০৬ রান করে। জবাবে সানডে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। বিজয়ী দলের জয়দেব সেন ৪০ রান করেন।
|
জয়ী রয়্যাল বেঙ্গল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ থানা ও রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল রয়্যাল বেঙ্গল টাইগার ক্লাব, রানিগঞ্জ। রনাই মাঠে রনাই স্পোর্টিং ক্লাবকে ১৭ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে রয়্যাল বেঙ্গল ৪ উইকেটে হারিয়ে ১৮০ রান করে। জবাবে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি রনাই স্পোর্টিং। খেলার সেরা বিজয়ী দলের ধীরাজ সিংহ।
|
চ্যাম্পিয়ন হরিপাল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ভলিবলে চ্যাম্পিয়ান হল হরিপাল মহাবিদ্যালয়। বৃহস্পতিবার মোহনবাগান মাঠে তারা গতবারের রানার্স বর্ধমান রাজ কলেজকে ২৫-১৫, ২৫-১২ ও ২৬-২৪ ব্যবধানে হারায়। |