রায়গঞ্জে প্লাই কারখানা ছাই |
ছাই হল প্লাইউড কারখানা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায়। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও ডালখোলা দমকলের ৫টি ইঞ্জিন ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকল কর্তাদের সন্দেহ শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অভিযোগ উঠেছে অগ্নি নির্বাপণ বিধি না-মেনে ওই কারখানা চলছিল। রায়গঞ্জ দমকল কেন্দ্রের ওসি নিতাই মন্ডল বলেন, “কারখানা কর্তৃপক্ষ ফায়ার লাইসেন্স এবং ফায়ার সেফটি সার্টিফিকেট দেখাতে পারেনি। কারখানা চত্বরে জলের উৎস ছিল না। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি দেখা যায় কারখানা কর্তৃপক্ষ অগ্নি নির্বাপণ বিধি অমান্য করেছেন তা হলে পুলিশের কাছে অভিযোগ জানানো হবে।” পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বারোদুয়ারি এলাকার ওই কারখানার মালিক সোনা সাহা নামে স্থানীয় বাসিন্দা। কারখানার পাশে তাঁর বাড়ি। সেখানে কর্মীরা থাকেন। কারখানায় প্লাইউড ও কাঠের গুঁড়ো থাকায় মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। উত্তাপে ইটের দেওয়ালে ফাটল ধরে। কারখানার কর্মীরা প্রথমে জল ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দমকলকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দমকল সময় মতো ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আগুন ছড়াতে পারেনি। অগ্নিকান্ডে কারখানার একাধিক যন্ত্র এবং প্রচুর প্লাইউড পুড়ে ছাই হয়েছে। দমকল কর্তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ফায়ার লাইসেন্স ও ফায়ার সেফটি সার্টিফিকেট দেখাতে পারেন নি। যদিও সোনাবাবু দাবি করেন, অগ্নি নির্বাপণ বিধি মেনে কারখানা চলছিল। কারখানার পাশে জলাশয় আছে।
|
জেলায় মিলবে জাতীয় পারমিট |
যানবাহনের পারমিট পাওয়ার প্রথা সরল করছে পরিবহণ দফতর। জাতীয় পারমিট এ বার পাওয়া যাবে জেলার পরিবহণ অফিস থেকে। বুধবার মহাকরণে রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র এ কথা জানিয়ে বলেন, “আমরা মানুষের হয়রানি কমাতে চাই। কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙের মধ্যে চলাচল করে (তিনটি জোন) এমন যানবাহনের পারমিট নিতে হলে এখন থেকে আর মহাকরণে আসতে হবে না। সংশ্লিষ্ট জেলায় আরটিএ অফিসে আবেদন করলেই পারমিট পাওয়া যাবে।” তিনি জানান, বাণিজ্যিক গাড়ির লাইসেন্স এখন থেকে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। গাড়ির কর যাতে অনলাইনে দেওয়া যায়, তা নিয়েও ভাবনা চিন্তা হচ্ছে। সব জেলার আরটিএ অফিসকে কম্পিউটারের সাহায্যে আধুনিক করে তোলা হচ্ছে বলেও জানান তিনি।
|
স্বরাষ্ট্রসচিবের দ্বারস্থ কংগ্রেস |
প্রাক্তন ছাত্র পরিষদ নেতা রাজা দত্ত খুনের ঘটনার দ্রুত কিনারার দাবিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস। বুধবার সুভাষপল্লি এলাকায় প্রাক্তন ছাত্র পরিষদ নেতার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তিনি রাজা দত্তের পরিবারের লোকজনদের স্বরাষ্ট্রসচিব-সহ রাজ্য পুলিশের কর্তাদের দ্বারস্থ হওয়ার আশ্বাস দেন। অমিতাভবাবু বলেন, “রাজা দত্তকে খুনের ঘটনার কিনারা করে দোষীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রসচিবের কাছে আর্জি জানাব। কলকাতায় ফিরে ডিজি’র সঙ্গেও কথা বলব।” ৬ মার্চ রাজাবাবু বাড়ি থেকে বেরিয়ে ফিরে আসেননি। পরদিন চিলাপাতার জঙ্গলে তাঁর মুন্ডু কাটা মৃতদেহটি উদ্ধার হয়।
|
নাবালিকার বিয়ে রুখল পুলিশ |
এক নাবালিকার বিয়ে ভেস্তে দিল পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট থানার ডুমইর এলাকায়। পুলিশ জানিয়েছে, নবম শ্রেণির পড়ুয়া ওই নাবালিকার সঙ্গে পাগলীগঞ্জ এলাকার এক যুবকের এদিন রাতে বিয়ের ঠিক হয়েছিল। সকাল থেকে আত্মীয় স্বজনেরাও বিয়ে উপলক্ষে উৎসবে মেতে উঠে ছিলেন। চাইল্ড লাইনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে বাবা মা সহ ওই ছাত্রীকে থানায় নিয়ে আসে। মেয়েটিকে চাইল্ড লাইনের হেফাজতে দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। |