মনমোহন, সনিয়ার সফরে সাজতে ব্যস্ত কোতোয়ালি
গামী শনিবার গনিখান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর সফরকে ঘিরে মালদহের কোতুয়ালি সেজে উঠছে। প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা দেখতে বুধবার সকালে দিল্লি থেকে ‘এসপিজি’র একটি দল মালদহে পৌঁছেছে। কোতুয়ালিতে ৪টি হেলিপ্যাড ও নারায়ণপুরে শিলান্যাস স্থলের কাছে আরও ৪টি মোট ৮টি হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। হেলিপ্যাড তৈরির জন্য আশেপাশের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। হেলিপ্যাড থেকে অনুষ্ঠান স্থল পর্যন্ত ও রাস্তা থেকে অনুষ্ঠানস্থল অবধি দুই দিকে মোরামের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। এদিন দিল্লি থেকে মালদহে পৌঁছয় প্রধানমন্ত্রী ও সনিয়া গাঁধীর দুটি বুলেটপ্রুফ গাড়িও।
শনিবার মালদহে আসার কথা মনমোহন সিংহ ও সনিয়া গাঁধীর। সেজে উঠছে কোতুয়ালি। —নিজস্ব চিত্র।
জেলা কংগ্রেস পার্টি অফিসে বুধবার সাংবাদিক বৈঠক করেন জেলা কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রীয়মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। তিনি বলেন, “১৬ মার্চ বেলা ১১টা ১০ মিনিটে পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সনিয়া গাঁধী কোতুয়ালিতে নামবেন। সেখানে গনিখান চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে, বিশ্রাম করে জলযোগ করবেন। তার পরে কোতুয়ালি থেকে হেলিকপ্টারে নারায়ণপুরের শিলান্যাস স্থলে যাবেন।” তিনি জানান, ২০ মিনিটের অনুষ্ঠানের পর দু’জনে হেলিকপ্টারে পূর্ণিয়ায় ফিরে যাবেন। সঙ্গে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী পাল্লাম রাজু, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ, সংখ্যলঘু উন্নয়ন মন্ত্রী কে রহমান আসবেন। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোনও জনসভা হচ্ছে না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.