ভাইঝিকে ধারাল অস্ত্র দিয়ে খুন করার অভিযোগে ধৃত পবিত্র বাউরিকে পুলিশ হেফাজতে পাঠাল আদালত। বুধবার ধৃতকে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। মঙ্গলবার পাড়া থানার শাঁকড়া গ্রামের কাছে একটি নদীর চর খুঁড়ে অঞ্জনা বাউরি (৭) নামে এক বালিকার দেহ উদ্ধার করে। তার দাদু ভগবত বাউরির কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করতে যায়। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, ভগবতবাবুই নিজের ছেলের বিরুদ্ধে নাতনিকে খুনের অভিযোগ জানিয়েছেন। কিন্তু মেয়েটিকে খুন করার কোনও কারন এখনও জানা যায়নি। তাই জেরা করার জন্য আমরা আদালতে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিলাম।”
|
রেজিস্ট্রেশন কার্ডেই পরীক্ষা |
অ্যাডমিট কার্ড হাতে আসেনি। শেষে রেজিস্ট্রেশন কার্ড নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল পুরুলিয়া হরিজন কল্যাণ গিরীশচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী টুম্পা নন্দী। ওই স্কুলের প্রধান শিক্ষিকা রেখা চৌধুরী বলেন, “সংসদের নির্দেশ অনুযায়ী আমি তার ছবি-সহ পরিচয় পত্রে স্বাক্ষর করে দিয়েছি। ওর পরীক্ষা দিতে কোনও অসুবিধা হয়নি।” পরীক্ষার ফর্মে এক জায়গায় ওই ছাত্রীর স্বাক্ষর না থাকায়, তার অ্যাডমিট কার্ড আটকে গিয়েছিল।
|
একশো দিনের কাজে শ্রমিকদের সময় মতো মজুরী দেওয়ার দাবিতে বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়া পঞ্চায়েতে স্মারকলিপি দিল কংগ্রেস। তাদের অভিযোগ, একশো দিনের কাজে শ্রমিকেরা সময় মতো মজুরি পাচ্ছেন না। সেচ কুয়ো সংস্কারের কাজও ঠিক মতো হচ্ছে না। পঞ্চায়েত প্রধান জিউড় মাঝির দাবি, মৌখিক অভিযোগ পেয়েছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
|
ইটভাটার কাছে মিলল দুই ব্যক্তির মৃতদেহ। বুধবার সকালে কোটশিলা থানার চুটুকপিড়ি গ্রামের অদূরে দেহ দু’টি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন রবি গড়াইত (২৪) ও প্রভু গড়াইত (৫৩)। স্থানীয় চ্যেকাগ্রামে তাদের বাড়ি। |