ব্যাঙ্ক লুটতে গিয়ে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোমরে পিস্তল লুকিয়ে ব্যাঙ্কে ঢুকেছিল এক দুষ্কৃতী। ক্যাশিয়ারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা লুঠের ফন্দিও কষেছিল। কিন্তু তার আগেই ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী ও গ্রাহকেরা ধরে ফেলেন তাকে। বুধবার ঘটনাটি ঘটেছে মহেশতলার বাটানগরে। পুলিশ জানায়, ধৃত রাজেশ সিংহের (২৫) বাড়ি বিহারে। মহেশতলার মল্লিকপাড়ায় একটি বাড়ি ভাড়া করে থাকে সে।পুলিশ জানায়, এ দিন দুপুর পৌনে ১টা নাগাদ বাটানগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যায় রাজেশ। কয়েকজন গ্রাহক ছিলেন সেখানে। অভিযোগ, ক্যাশিয়ারের সামনে গিয়ে তাঁর মাথায় ওয়ান-শটার রিভলভার ঠেকায় রাজেশ। চিত্কার করলে গুলি চালানোর ভয়ও দেখায়। ক্যাশবাক্স থেকে নিজের ব্যাগে টাকা ভরে নেওয়ার চেষ্টাও করে সে। কিন্তু ব্যাঙ্কের নিরাপত্তাকর্মী এবং কয়েকজন গ্রাহক তাকে জাপটে ধরে ফেলেন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে।পুলিশ জানায়, ওয়ান-শটার ওই রিভলভারটি বিহারের মুঙ্গের থেকে আনা হয়। রাজেশের বিরুদ্ধে আগে পুলিশের খাতায় কোনও অভিযোগ ছিল না বলে জানা গিয়েছে। কী ভাবে ওই আগ্নেয়াস্ত্র তার কাছে পৌঁছল, তা জানার চেষ্টা করছে পুলিশ। |
দুর্নীতির অভিযোগ, প্রধান ধৃত
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
তহবিল তছরুপের অভিযোগে বাসন্তীর মসজিদবাটি গ্রাম পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। ধৃতের নাম সুকুমার নস্কর। তিনি আরএসপির সদস্য। বাসন্তীর বিডিও সৌম্য চট্টোপাধ্যায় বলেন, “১০০ দিনের কাজের প্রকল্পে ওই প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাই। তদন্তে ১১ লক্ষ টাকার গরমিল পাওয়া যায়। প্রধান তার সদুত্তর দিতে পারেননি। তাই মঙ্গলবার সকালে আমরা তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্কর প্রসাদ বাড়ুই বলেন, “বিডিওর অভিযোগ পেয়ে প্রধানকে গ্রেফতার করা হয়েছে।” |
শিক্ষকের জন্মশতবর্ষে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাট হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অর্ণব বসুর জন্ম শতবর্ষ পালনে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগীদের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ১৯১২ সালে হুগলির বড়াগ্রামে অর্ণববাবুর জন্ম। ১৯৫৩ সালে বসিরহাট হাইস্কুলে প্রধান শিক্ষক হয়ে আসেন। ১৯৭৬ সালে জাতীয় শিক্ষকের সম্মানলাভ করেন। ১৯৭৭ সালে শিক্ষকতা থেকে অবসর নেন। ১৯৯১ সালে ৯ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর জন্মশতবর্ষ উদ্যাপনে আগামী ২৯, ৩০ ও ৩১ মার্চ এক বর্ণাঢ্য শোভাযাত্রা-সহ বিজ্ঞান ও চিত্র মেলা, সঙ্গীত-আবৃত্তি-নাটক সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। |