মন্দির ও সোনার দোকানে ডাকাতির অভিযোগে দুই দুষ্কৃতীকে সোমবার রাতে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের একজন নুর ইসলামের বাড়ি মিনাখাঁ থানার মালঞ্চে। অন্যজন সরিফুল হাবরার মালিগ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় একাধিক ডাকাতি, ছিনতাই, চুরির অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে পুলিশ কয়েক ভরি সোনার অলঙ্কার ও একটি সিন্দুক উদ্ধার করেছে।
পুলিশ সূত্রের খবর, গত কয়েক মাস ধরে বসিরহাট ও দেগঙ্গার বিভিন্ন এলাকায় হানা দিয়ে একের পর এক মন্দির ও সোনার দোকানে ডাকাতি শুরু করেছে একদল দুষ্কৃতী। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার সুগত সেনের নেতৃত্বে বিভিন্ন থানা থেকে পুলিশকর্মীদের নিয়ে একটি দল তৈরি করে দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু হয়। সম্প্রতি পুলিশ ঝিকুরিয়া গ্রাম থেকে একটি মিনি ট্রাক আটক করে। গাড়ি থেকে একটি সিন্দুক উদ্ধার হয়। গাড়ির মালিককে জেরা করে পুলিশ নুর ইসলামের খোঁজ পায়।
গাড়ির মালিক পুলিশকে জানায়, ব্যবসা করবে বলে নুর ইসলাম তার গাড়িটি ভাড়া নেয়। সোমবার রাতে পুলিশের একটি দল দেগঙ্গার ভাসিলা স্টেশনের কাছে একটি বাড়িতে হানা দিয়ে নুর ইসলামকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কিছু সোনার অলঙ্কার উদ্ধার হয়। জেরায় নুর অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। নুরকে জেরা করেই পুলিশ সরিফুলের খোঁজ পায়। |