উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট বাধল ঝাড়গ্রামেও। ঝাড়গ্রাম শহরের ননীবালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হিমাংশু মাহাতো নামে দুই ছাত্র ছিলেন। এক জন উচ্চ মাধ্যমিক দেবেন না বলে ফর্ম পূরণ করেননি। অন্য জন করেছেন। যিনি ফর্ম পূরণ করেননি, সেই বাঁধগোড়ার হিমাংশুর নামে অ্যাডমিট কার্ড চলে এসেছে। অথচ যিনি ফর্ম ভরেছেন, ঝাড়গ্রাম শহরের সেই হিমাংশুর অ্যাডমিট কার্ড আসেনি। কী ভাবে এই ভুল হল? সংসদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের উপ সচির শৌভিক ঘোড়ই বলেন, “পরপর দু’টি রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী একই নাম থাকায় কম্পিউটারে এন্ট্রি করার সময় ভুল হয়ে থাকতে পারে। ওই পরীক্ষার্থী এ দিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে পরীক্ষা দিয়েছেন।”
|