পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যাতায়াত
মায়ের আর্জি মেনে মেয়েকে সাইকেল

ঙ্গলমহলের সব সম্প্রদায়ের এবং অন্যত্র সংখ্যালঘু ছাত্রীদের সাইকেল বিলির প্রকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু সেই সাইকেল দেওয়া হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের। মেদিনীপুরের হোসনাবাদের বাসিন্দা আমিনা খাতুন অষ্টম শ্রেণির ছাত্রী হওয়ায় সরকারি প্রকল্পে সাইকেল পায়নি। অথচ রোজ পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয় তাকে। হামেশাই অসুস্থ হয়ে পড়ে। আমিনার মা আসপিয়া বিবি স্বামী বিচ্ছিন্না। লোকের বাড়ি কাজ করে সংসার টানেন। মেয়েকে সাইকেল কিনে দেওয়ার সামর্থ তাঁর নেই। তাই জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। তাতে সাড়া দিয়েছেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। মায়ের আর্জি মেনে বুধবার সাইকেল দেওয়া হয়েছে আমিনাকে।

সাইকেলের চাবি পেলেন আপসিয়া বিবি।—নিজস্ব চিত্র।
মেদিনীপুরের হোসনাবাদে বাড়ি আসপিয়া বিবির। বিয়ে হয়েছিল ১৯৯৮ সালের মার্চে। বিয়ের পর থেকেই অত্যাচার শুরু করে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এক মেয়ে, দুই ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন তিনি। আমিনা ভীমতলাচকের এক স্কুলে পড়ে। আসপিয়া বিবি বলেন, “স্কুলে যাতায়াতের পথে মেয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। আমি লোকের বাড়ি কাজ করি। ইচ্ছে থাকলেও ওকে নতুন সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই। সে জন্যই জেলাশাসককে বলেছিলাম।” পাঁচ দিন আগে তাঁর আবেদনপত্র পৌঁছয় জেলাশাসকের কাছে। পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। বুধবার দুপুরে মায়ের সঙ্গেই জেলা পুলিশের সদর দফতরে এসেছিলেন আমিনা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেহেমুদ আখতার ওই কিশোরীকে সাইকেল দেন। ছিলেন দুই ডিএসপি মনোরঞ্জন ঘোষ এবং দেবজ্যোতি চক্রবর্তী। পুলিশ-প্রশাসন কথা রাখায় খুশি আসপিয়া বিবি। তিনি বলেন, “নিজের সামর্থ্য নেই। হয়তো কোনও দিনই ওকে সাইকেল কিনে দিতে পারতাম না। জেলাশাসক আবেদনে সাড়া দিয়েছেন। আমি কৃতজ্ঞ।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.