জঙ্গলমহলের সব সম্প্রদায়ের এবং অন্যত্র সংখ্যালঘু ছাত্রীদের সাইকেল বিলির প্রকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু সেই সাইকেল দেওয়া হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের। মেদিনীপুরের হোসনাবাদের বাসিন্দা আমিনা খাতুন অষ্টম শ্রেণির ছাত্রী হওয়ায় সরকারি প্রকল্পে সাইকেল পায়নি। অথচ রোজ পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয় তাকে। হামেশাই অসুস্থ হয়ে পড়ে। আমিনার মা আসপিয়া বিবি স্বামী বিচ্ছিন্না। লোকের বাড়ি কাজ করে সংসার টানেন। মেয়েকে সাইকেল কিনে দেওয়ার সামর্থ তাঁর নেই। তাই জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। তাতে সাড়া দিয়েছেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। মায়ের আর্জি মেনে বুধবার সাইকেল দেওয়া হয়েছে আমিনাকে।
|