প্রশ্নপত্র নিয়ে সমস্যা
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ওড়িয়া ভাষার প্রশ্নপত্রে বিভ্রাট হল। পড়ুয়াদের অভিযোগ, পুরনো সিলেবাস থেকে প্রশ্নপত্র তৈরি করা হয়। এ নিয়ে সমস্যায় পড়েন হুগলির রিষড়া উচ্চ বিদ্যালয়ের ১০ জন ছাত্র। তাঁদের পরীক্ষা পড়েছে রিষড়া স্বতন্ত্র বিদ্যাপীঠে। পরে পরীক্ষার্থীরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান। |
নয়া টার্মিনাল থেকে প্রথম অভ্যন্তরীণ উড়ান |
কলকাতার নতুন টার্মিনাল থেকে বুধবার চালু হল দেশের অভ্যন্তরের উড়ান। এর আগে ১১ তারিখ রাতে জেট এয়ারওয়েজের কলকাতা-ব্যাঙ্কক উড়ান দিয়ে শুরু হয়েছিল নিয়মিত উড়ান। কিন্তু সেটি ছিল আন্তর্জাতিক উড়ান। বুধবার ভোরে গো এয়ারের পোর্টব্লেয়ারের উড়ান দিয়ে চালু হল অভ্যন্তরীণ উড়ানও। বিমানবন্দর সূত্রের খবর, বৃহস্পতিবার নতুন টার্মিনাল থেকে উড়তে শুরু করবে ইন্ডিগো ও স্পাইসজেটের উড়ানও। শুক্রবার থেকে কলকাতার যাবতীয় উড়ানের যাত্রীরাই এই নতুন টার্মিনাল ব্যবহারের সুযোগ পাবেন বলে বিমানবন্দর সূত্রে খবর। এ নিয়ে বুধবারই সংসদে বিমানমন্ত্রী অজিত সিংহকে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার জবাবও দেন বিমানমন্ত্রী। |
অনুসন্ধান:
বিস্ফোরণের পরে তল্লাশি। বুধবার, বালিটিকুরিতে।— নিজস্ব চিত্র |
আচমকা বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সরকারি আবাসন। বুধবার, হাওড়ার বালিটিকুরি সরকারি আবাসনের চারতলায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত না হলেও চারতলায় দু’টি ফ্ল্যাটের একটির দরজা ভেঙে ভিতরের আসবাবপত্রের ক্ষতি হয়। অন্য ফ্ল্যাটটির তালা ও খিল ভেঙে পড়ে। আতঙ্ক ছড়ায় আবাসিকদের মধ্যে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড। পুলিশ জানায়, চারতলার উপরের বারান্দায় ময়লা ফেলার প্লাস্টিকের ঝুড়ি রাখা ছিল। তাতে কেউ বোমা রেখে যাওয়ায় এই বিস্ফোরণ। |
গঙ্গায় তলিয়ে গেলেন যুবক |
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। বুধবার, হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে। পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুর ২টো নাগাদ কয়েক জন বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন মধ্য হাওড়ার বাসিন্দা সামীর খান (২০)। সাঁতার কাটার সময়ে তিনি তলিয়ে যান। বন্ধুরা পুলিশে জানান। হাওড়া সিটি পুলিশ জানায় কলকাতা রিভার ট্রাফিক পুলিশকে। বিকেলের পর উদ্ধার কার্য শুরু হয়। রাত পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ মেলেনি। |
রাজাবাগান থানা এলাকার কারবালা রোডে মঙ্গলবার রাতে একটি সুতোর কারখানায় আগুন লাগে। দমকল সূত্রের খবর, তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কেউ হতাহত হননি। |