স্বাস্থ্য কেন্দ্রে নির্দিষ্ট পরিষেবা |
হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অধীনে গোবিন্দপুর ইউ সাবসিডিয়ারি স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে গোবিন্দপুর নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নামে পরিচিত। সাত-আটটি গ্রামের মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ছ’জন স্বাস্থ্যকর্মী সপ্তাহে দুই বা তিন দিন সকাল সাড়ে ১০টা দুপুর ১টা পর্যন্ত থাকেন। শুধুমাত্র বহির্বিভাগে রোগী দেখা হয়। সে সময়ে এলাকার বহু মানুষ চব্বিশ ঘণ্টা চিকিৎসা পরিষেবা পেতেন এবং অন্তর্বিভাগ চালু ছিল। বেশ কয়েক বছর যাবত কোয়ার্টারগুলি বসবাসের অযোগ্য হওয়ায় ডাক্তারবাবু ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা থাকতে পারেন না। স্থায়ী চিকিৎসক ও শূন্যপদে স্বাস্থ্যকর্মী বহাল এবং সর্বক্ষণের পরিষেবার জন্য বাসস্থানগুলির সংস্কার করা অত্যন্ত জরুরি।
বিষ্ণুপদ চক্রবর্তী। নস্করপুর, হাওড়া।
|
হুগলির হরিপাল স্টেশন থেকে ২ কিমি দূরে বাসুদেবপুর চৌমাথা থেকে ধনেখালি যাওয়ার পথে ১ কিমি রাস্তা আজ পর্যন্ত সারানো হল না। অথচ জুন-জুলাই মাস নাগাদ যখন হরিপাল থেকে রাস্তাটি সারানো হচ্ছিল, তখনই এই রাস্তা সারাই হয়ে যাওয়ার কথা। বাসুদেবপুর মোড়ের একটি সাঁকো সারাই এবং সাঁকোর জায়গা পরিবর্তনকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরে কাজ বন্ধ রাখে পিডব্লুডির কন্ট্রাক্টর। ফলে ওইটুকু রাস্তার জন্য মানুষের দুর্বিষহ যন্ত্রণা এখনও বর্তমান।
রাধাকান্ত কর্মকার। বলদবাঁধ, হরিপাল, হুগলি
|
উদয়নারায়ণপুরের রাজাপুর একটি ঐতিহ্যমণ্ডিত বাসস্ট্যান্ড। কিন্তু দুঃখের বিষয়, বাসস্ট্যান্ডের বিশ্রামাগারটির ভগ্নপ্রায় দশা। দ্রুত এটির আমূল সংস্কার করা প্রয়োজন।
সুনীল ঘোষ। ঘোলা, হাওড়া |