|
|
|
|
নালকো-র শেয়ার বাজারে আসছে কাল |
মূল্যবৃদ্ধি নিয়ে শঙ্কা, বিশ্ব
বাজারের
প্রভাবে পড়ল সূচক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
|
টানা পড়ে চলেছে শেয়ার বাজার। বুধবারও সেনসেক্স পড়েছে ২০২.৩৭ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক এসে দাঁড়ায় ১৯,৩৬২.৫৫ অঙ্কে। যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
এ দিকে এই পরিস্থিতিতেই আগামী কাল শুক্রবার বাজারে আসছে রাষ্ট্রায়ত্ত সংস্থা নালকোর শেয়ার। কেন্দ্রীয় সরকারের আশা, নালকোর শেয়ার বিক্রি করে ১৪০০ কোটি টাকা তোলা সম্ভব হবে। এই দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে বিলগ্নিকরকণ সংক্রান্ত বিশেষ মন্ত্রিগোষ্ঠী বৈঠকে বসে। সেখানেই শেয়ারের মূল্যবন্ধনী ঠিক করা হয়েছে। এ দিন বাজার বন্ধের সময়ে বিএসইতে নালকোর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে ৪৬.৩০ টাকায়। যা আগের দিনের থেকে ২.৩২% বেশি। রাষ্ট্রায়ত্ত ওই সংস্থার ৮৭.১৫% শেয়ার এখন কেন্দ্রের হাতে রয়েছে। পাবলিক ইস্যুর পরে হাতে থাকবে ৭৫% শেয়ার।
নালকোর শেয়ার বিক্রির জন্য গত নভেম্বর মাসেই কেন্দ্র উদ্যোগী হয়েছিল। কিন্তু শেয়ার বাজারের হাল খারাপ থাকায় তখন ওই পরিকল্পনা বাতিল করা হয়। এ বার অবশ্য বেশ আটঘাট বেঁধেই নেমেছে কেন্দ্র। গত ফেব্রুয়ারি মাসেই হংকং, সিঙ্গাপুর, আমেরিকা, ব্রিটেন, জাপান-সহ বেশ কিছু দেশে নালকোর শেয়ার বিক্রিকে কেন্দ্র করে ‘রোড শো’ আয়োজন করেছিল কেন্দ্র।
মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন শেয়ার সূচকের পতনই এই দিন ভারতে প্রভাব ফেলেছে বলে বাজার সূত্রে খবর। পাশাপাশি, খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি বাড়ার খবরে আতঙ্কিত হয়ে এ দিন লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। এই দুই কারণের সূচকের পতন হয়েছে বলে বাজার সূত্রের খবর।
আগামী ১৯ মার্চ ঋণনীতির পর্যালোচনায় বসছে রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্ক সুদের হার কমাতে পারে বলে বাজারে যে আশার সৃষ্টি হয়েছিল, তাও ক্রমশ উধাও হতে শুরু করেছে। গত বার ঋণনীতির পর্যালোচনায় রিজার্ভ ব্যাঙ্ক সুদ ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল। কিন্তু তখনই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও সতর্কবাণী শুনিয়ে রেখেছিলেন যে, মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে না-পারলে তাঁরা সুদ কমানোর রাস্তায় হাঁটবেন না। খুচরো পণ্যে মূল্যবৃদ্ধি চড়তে থাকায় সুদ কমার ব্যাপারে আশা হারাচ্ছেন লগ্নিকারীরা।
এ ছাড়া সার্বিক মূল্যবৃদ্ধির হার আপাতত কী অবস্থায়, তা প্রকাশিত হবে আজ বৃহস্পতিবার। তাই এ দিন লগ্নিকারীরা নয়া বিনিয়োগের পথে যাওয়ার ব্যাপারে বিশেষ সতর্ক ছিলেন। অনেকেই হাতের শেয়ার বিক্রি করে অবস্থা অনুধাবনের সিদ্ধান্ত নেন।
পাশাপাশি, মর্গান স্ট্যানলি এবং এইচএসবিসি ২০১৩-’১৪ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃ্দ্ধির হার কমিয়ে ৬% হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে। আগে তারা বলেছিল, আর্থিক বৃদ্ধি হবে ৬.২% হারে। এই খবরও ভারতের বাজারে শেয়ার দরের পতনে ইন্ধন জুগিয়েছে। |
|
|
|
|
|