মরিশাসের সঙ্গে দ্বৈত কর প্রতিরোধ
চুক্তির অপব্যবহার রুখতে চায় ভারত |
মরিশাসের সঙ্গে ভারতের যে দ্বৈত কর প্রতিরোধ চুক্তি বহাল রয়েছে, তার অপব্যবহার রুখতে দু’টি দেশই তৎপর হবে। মরিশাস সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এ ব্যাপারে আশাবাদী। ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সুধীর ব্যাস বুধবার এ কথা জানান। ভারতে ফেরার পথে প্রণববাবু বলেন, “এ নিয়ে মতবিরোধ কমিয়ে আনা গিয়েছে।” প্রণবাবু ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে আলোচনা করেছেন। দ্বৈত কর প্রতিরোধ সংক্রান্ত যৌথ কর্মী গোষ্ঠী গত এক বছরে তার দুঁটি বৈঠকে এ ব্যাপারে কতটা এগিয়েছে, তা-ও খতিয়ে দেখেন প্রণববাবু। তিনি বলেন, “পারস্পরিক গ্রহণযোগ্য একটি রফাসূত্রে পৌঁছতে এই গোষ্ঠী চেষ্টা করছে।” এপ্রিলের প্রথম সপ্তাহে পরবর্তী বৈঠক হওয়ার কথা। তার পরই বিষয়টিতে ইতি টানা যাবে। এই চুক্তির সুযোগ নিয়ে বেশ কিছু দেশ ভারতে লগ্নি করার ক্ষেত্রে কর ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ।
|
মালদহ ফুড পার্কে কারখানার উদ্বোধন |
মালদহ ফুড পার্কে প্রথম পরিশোধিত বোতলবন্দি জলের কারখানা খুলল একটি সংস্থা। বুধবার রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী ওই কারখানার উদ্বোধন করে বলেন, “রোজভ্যালি ফুড পার্কে প্রথম প্যাকেজ পরিশোধিত দলের কারখানা গড়ে তুলে সকলকে উৎসাহিত করেছে। আমি চেষ্টা করছি এই ফুড পার্কে খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কিত শিল্প গড়ে তুলতে। খুব শীঘ্রই এখানে ফল ও সবজি নিয়ে ট্রেনিং ও রিসার্চ সেন্টার এবং পালপ প্রসেসিং ইউনিট গড়ে উঠবে।” তিনি জানান, মধুঘাটে ৩৬ কোটি টাকায় সিল্ক পার্ক গড়া হচ্ছে। ওই সংস্থার এমডি শিবময় দত্ত বলেন, “এখান থেকে প্রতিদিন একলক্ষ লিটার প্যাকেট জল উৎপাদন করা হবে।”
|
সংস্থা কর্তৃপক্ষকে জেসপ-এর ওয়াগন কারখানাটি রুগ্ণ ঘোষণা করার পরামর্শ দিল রাজ্য। বুধবার বিধানসভায় এ কথা বলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। তাঁর অভিযোগ, আলোচনায় ডেকে পাঠানোর পরে এই কারখানা লাভ করছে বলে জানিয়েছে জেসপ। কিন্তু, দেখা যাচ্ছে সেখানকার শ্রমিকেরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। মন্ত্রী বলেন, জেসপের দেওয়া হিসেব ঠিক নয়। তাঁর কথায়, “কর্তাদের বলেছি, শ্রমিকদের ঠিক মতো টাকা দিতে না-পারলে রুগ্ণ ঘোষণা করে বিআইএফআরে গিয়ে পুরনরুজ্জীবনের আবেদন করা উচিত।”
|
মালদহে জলশোধন প্রকল্প গড়ছে রোজ ভ্যালি ইন্ডাস্ট্রিজ। সেখানকার ফুড পার্কে এই কেন্দ্রটিতে বোতলবন্দি পানীয় জল তৈরি হবে। সংস্থার দাবি, প্রতিদিন ১ লক্ষ লিটার জল শোধন সম্ভব হবে এখানে। এ ছাড়া, তারা জানিয়েছে ওই পার্কে রাজ্য সরকারের কাছ থেকে লিজ নেওয়া আরও ৩টি প্লটে খাদ্য প্রক্রিয়াকরণ হবে। কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হবে আম, লিচু, আনারস।
|
রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিমে নয়া প্রকল্প আনল রিলায়্যান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট। ‘আর স্টার শেয়ার্স সিএনএক্স ১০০’ নামের ওপেন এন্ডেড ফান্ডটির মাধ্যমে শেয়ার বাজারে নয়া লগ্নিকারীরা করছাড়ের সুবিধা পাবেন। ন্যূনতম লগ্নির অঙ্ক ৫ হাজার টাকা। প্রকল্পটিতে লগ্নি করা যাবে ১৫ মার্চ পর্যন্ত। |