দুর্ঘটনায় জখম, পরীক্ষা দিতে পারল না ছাত্র
নিজস্ব সংবাদদাতা • বধর্মান |
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়ে টেলিফোনের খুঁটিতে সাইকেলের ধাক্কায় মাথায় চোট পেল এক পরীক্ষার্থী। তার নাম অরিন্দম দা। সে রায়নার শিবরামপুরের বাসিন্দা। এ দিন বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে রায়নার ভোলানন্দ বিদ্যায়তনে পরীক্ষা দিতে যাচ্ছিল সে। রাস্তায় একটি টেলিফোন পোস্টে সাইকেল নিয়ে ধাক্কা মারার পরে পড়ে গিয়ে মাথায় ও ঘাড়ে চোট পায় সে। বমি হতে শুরু করে। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সকালের দিকে ভর্তি করানো হয়। সিটি স্ক্যান ও ঘাড়ের এক্স-রে করানো হয়েছে। পরে হাসপাতাল থেকে দুপুরে ছেড়ে দেওয়া হলেও রায়না রামলাল আদর্শ বিদ্যাপীঠের ওই ছাত্র বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিতে পারেনি। এ দিন জেলে বসে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিলেন গলসির ভারিচা গ্রামের এক পরীক্ষার্থী। একটি খুনের মামলায় তাঁর পরিবারের ৬ জন গত বছরের ৩ ফেব্রুয়ারি থেকেই জেলে রয়েছেন। তিনি সাঁকো হাইস্কুলের পরীক্ষার্থী। তাঁকে জেলের কিছু বন্দি লেখাপড়ায় সাহায্য করেছেন। তিনি জেলে বসে পরীক্ষা দেওয়ার আবেদন জানিয়েছিলেন জেলা কর্তৃপক্ষ ও উচ্চমাধ্যমিক সংসদের কাছে। বুধবার জেল সূত্রে জানানো হয়েছে, একটি বাতানুকুল ঘরে তিনি পরীক্ষা দেন। ঘরে তিনি ছাড়া সংসদ নিযুক্ত নজরদার ও এক মহিলা কারারক্ষী উপস্থিত ছিলেন। সামনের পরীক্ষাগুলিও এইভাবেই দেবেন ওই পরীক্ষার্থী।
|
প্রতারণার অভিযোগে গ্রেফতার কনস্টেবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
হোমগার্ডের চাকরি পাইয়ে দেওয়ার নামে দু’জনের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন রাজ্য সশস্ত্র বাহিনীর এক কনস্টেবল। পুলিশ জানায়, ধৃতের নাম মনোজ রায়। মঙ্গলবার গভীর রাতে বর্ধমান পুলিশ লাইনে যোগিন্দরকুমার সিংহ নামে এক ব্যক্তিকে নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন মনোজবাবু। তা দেখে কয়েক জন পুলিশকর্মী তাঁদের আটক করে বর্ধমান থানায় খবর পাঠান। পুলিশ জানায়, তদন্ত করে জানা গিয়েছে, যোগিন্দরকুমার এবং ভাস্কর চৌধুরী নামে বর্ধমানের আর এক বাসিন্দার কাছ থেকে হোমগার্ডের চাকরি দেওয়ার নামে ২০ হাজার টাকা আদায় করেছেন ওই কনস্টেবল। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “মনোজবাবু আপাতত সাময়িক ভাবে গোয়েন্দা বিভাগে স্পেশাল সিকিউরিটি উইংয়ে রয়েছেন। তাঁকে ও যোগিন্দরকে গ্রেফতার করা হয়েছে।” তিনি জানান, অভিযুক্তের জবানবন্দি ভিডিও রেকর্ড করানো হয়েছে। ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন তাঁরা। তবে আদালত দু’জনকে জেল হেফাজতে পাঠিয়েছে। বৃহস্পতিবার ফের ওই কনস্টেবলকে হেফাজতে চেয়ে আবেদন করা হবে বলে পুলিশ সুপার জানান।
|
জালিয়াতিতে ধৃত রেলকর্মী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জালিয়াতির অভিযোগে এক রেল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ধৃতের নাম প্রবাল চট্টোপাধ্যায়। তিনি বর্ধমান-হাওড়া মেন লাইনের বৈঁচি স্টেশনের কেবিনম্যান। বুধবার আদালত ধৃতকে আট দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। গত ২৬ ফেব্রুয়ারি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মেমারি শাখার ম্যানেজার শিবুপদ অধিকারী মেমারি থানায় অভিযোগ করেন, হুগলির বৈঁচির বনকাটি রায়পাড়ার বাসিন্দা প্রবালবাবু একটি বেসরকারি সংস্থার ২ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকার চেক অন্য একটি ব্যাঙ্কে নিজের অ্যাকাউন্টে জমা দেন। সেখান থেকে তা তাঁদের ব্যাঙ্কে পাঠানো হয়। কিন্তু ব্যাঙ্কের তরফে খোঁজ নেওয়া হলে ওই বেসরকারি সংস্থা জানায়, তারা এই টাকা ওই ব্যক্তিকে দেয়নি। এর পরেই ব্যাঙ্কের তরফে অভিযোগ করা হয়। মঙ্গলবার রাতে পুলিশ ওই কেবিনম্যানকে ধরে। তদন্তে পুলিশ জেনেছে, রঙিন ফটোকপি ব্যবহার করে ওই ব্যক্তি জালিয়াতি করেছিলেন।
|
সৎ মেয়েক খুনের চেষ্টার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সৎ মেয়েকে গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। বর্ধমান শহরের সাহাচেতন এলাকার ঘটনা। পুলিশ জানায়, তিন বছরের শিশু লক্ষ্মী গড়াইকে বুধবার খুনের চেষ্টা করেন সৎ মা অঞ্জলি গড়াই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অঞ্জলিকে গ্রেফতার করা হয়েছে। |