বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় অবস্থিত চালকলগুলিতে নিয়ামিত ভাবে হানা দিচ্ছে দুষ্কৃতীরা। অথচ বারবার বলা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয়, বুধবার জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার সঙ্গে দেখা করে এমনই অভিযোগ জানালেন জেলা চালকল মালিক সমিতির পদাধিকারীরা। |
তাঁদের দাবি, চালকলগুলিতে হানা দিয়ে দুষ্কৃতীরা কখনও ডাকাতি করছে, কখনও বা রাস্তায় চালকল কর্মীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে। এতে সন্ত্রস্ত তাঁরা। ওই এলাকার রায়না ও খন্ডঘোষ থানায় এই ব্যপারে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এই দুষ্কর্ম রোধে পুলিশ নিষ্ক্রিয়। সমিতির সম্পাদক দেবনাথ মণ্ডল বলেন, “আমরা এসপিকে অনুরোধ করেছি, যাতে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেয়। না হলে এই দুই থানা এলাকায় বেশ কয়েকটি চালকল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না চালকল মালিকদের পক্ষে। আশা করি, তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন।” পুলিশ সুপার বলেন, “ওই এলাকায় চালকলে লেনদেনের টাকা বাইকে করে নিয়ে যাওয়া হয়। ফলে ব্যাঙ্ক থেকে টাকা তোলার পরেই চালকল কর্মীদের অনুসরণ করতে শুরু করে দুষ্কৃতীরা। আমি মালিকদের বলেছি, বড় অঙ্কের টাকা নিয়ে যাওয়ার আগে পুলিশকে তা জানিয়ে রাখতে। দরকার হলে পুলিশ ওই কর্মীদের পাহারা দিয়ে নিয়ে যাবে। তবে খণ্ডঘোষ থানা এলাকায় একটি চালকলে ডাকাতিতে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।” |