নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে তৃণমূলের নেতৃত্বে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হল জামুড়িয়ার সাতগ্রাম ফটকের কাছে। জামুড়িয়া পুরসভার সিপিআই কাউন্সিলর তথা স্থানীয় বাসিন্দা সুখময় পাণ্ডে জানান, ২ নম্বর জাতীয় সড়কের সাতগ্রাম ফটক থেকে মডার্ন সাতগ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার র্দীঘ একটি সংযোগকারী রাস্তা পিচ ঢেলে পাকা করা হচ্ছে। দশ লক্ষ টাকা খরচ করে এই নির্মাণের কাজ চলছে। |
আশি শতাংশের বেশি কাজ হয়ে গিয়েছে। বাকি টুকু বোল্ডার ফেলার পর ডাস্ট ফেলা হচ্ছিল। বুধবার সকাল দশটা নাগাদ তৃণমূল কর্মী কেদারবাবু এক দল লোকজন নিয়ে এসে নির্মাণ সামগ্রীর উপর দলীয় ঝাণ্ডা লাগিয়ে কাজ বন্ধ করে দেন। বিষয়টি তিনি তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্বকে বলেছেন এবং শ্রীপুর ফাঁড়িতে কাজ যাতে শুরু করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত পর্যায়ে আবেদনও জানিয়েছেন। তৃণমূলের ওয়ার্ড কমিটির সম্পাদক করুণাময় সাধু বলেন, “এভাবে কাজ বন্ধ করে দেওয়া আমরা সমর্থন করছি না। ওই রাস্তাটিই সংলগ্ন বিস্তীর্ণ এলাকাবাসীর অন্যতম যোগাযোগের রাস্তা। প্রশাসন যাতে কাজ শুরু করতে সাহায্য করে, এলাকাবাসী অরাজনৈতিক ভাবে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি ফাঁড়িতে জমা দিয়েছেন।” কেদার রামের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। উন্নত মানের সামগ্রী এনে কাজ করতে বলেছি। তিনি কাজ বন্ধ করেননি বলে জানান। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। |