|
|
|
|
কাজ চেয়ে বিক্ষোভ এবিজি-র শ্রমিকদের |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বন্দর থেকে ‘বিতাড়িত’ পণ্য খালাসকারী সংস্থা ‘এবিজি’-র কাজহারা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বন্দর অভিযান করল কংগ্রেসের শ্রমিক সংগঠন(আইএনটিইউসি)। বুধবার দুপুরে তমলুকের নন্দকুমার থেকে হলদিয়ার চিরঞ্জীবপুরের ‘অপারেশনাল বিল্ডিং’ পর্যন্ত মোটরবাইক র্যালি করেন এবিজির কাজহারা শ্রমিকরা। নেতৃত্বে ছিলেন আইএনটিইউসির সর্বভারতীয় সম্পাদক কামরুজ্জামান কামান, কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা, নেতা মিলন প্রধান প্রমুখ।
বন্দরের ম্যানেজার শিপিং (ট্রাফিক) দামোদর নায়েকের সঙ্গে দেখা করে ২ ও ৮ নম্বর বার্থে কাজে পুনর্বহালের দাবি জানানো হয়। আইএনটিইউসি নেতৃত্বের অভিযোগ, রাজ্য সরকারের গাফিলতি, প্রশাসনিক উদাসীনতা ও বন্দর কর্তৃপক্ষের একাংশের প্রশ্রয়ে শাসকদলের চাপের মুখে এবিজি বন্দর ছেড়েছে। অনৈতিক ভাবে কাজ হারিয়েছেন শ্রমিকরা। এখন বন্দর কর্তৃপক্ষকেই তাঁদের পুনর্বহাল করতে হবে বলে দাবি জানানো হয়। একই দাবিতে কলকাতা পোর্ট ট্রাস্টের অফিসে অবস্থান, শ্রমিকদের বেঙ্গল লিডসের দিনে অনৈতিক ভাবে গ্রেফতারের অভিযোগে জেলাশাসকের অফিসে ডেপুটেশন ও হলদিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে র্যালির কথা জানিয়েছেন তাঁরা। কামরুজ্জামান বলেন, “২ ও ৮ নম্বর বার্থে টেন্ডার হলে বিষয়টি সহানুভুতির নজরে দেখবেন বলে জানিয়েছেন দামোদর নায়েক।” দামোদর নায়েক কোনও মন্তব্য করতে চাননি।
গত অগস্টে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী জাহাজ না মেলায় লোকসান বাড়ছিল বলে অভিযোগ তুলেছিল এবিজি। শাসক দলের চাপে নিয়োগের অভিযোগ তুলে এবিজি ‘অতিরিক্ত’ ২৭৫জন শ্রমিককে আগেই ছাঁটাই করেছিল। ৭ অক্টোবর মধ্যরাতে সংস্থার তিন কর্তাকে পরিবার-সহ অপহরণের অভিযোগ ওঠে। এরপরই এবিজি বন্দর ছেড়ে যায়। কাজ হারান সব কর্মী। সুতাহাটার নন্দরামপুরে কংগ্রেসের নেতৃত্বে অবস্থানে বসে ছাঁটাই একাংশ শ্রমিক। |
|
|
|
|
|