|
|
|
|
আসন নিয়ে দর কষাকষি চলছে ফ্রন্টে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গত সপ্তাহে জেলা বামফ্রন্টের বৈঠকে ঠিক হয়েছিল, পঞ্চায়েত ভোটের আসন বন্টন নিয়ে আলোচনা করতে বুধবার ফের বৈঠক হবে। তবে ব্লকস্তরে আসন বন্টন নিয়ে ঐক্যমত্য না হওয়ায় এ দিন আর জেলা বামফ্রন্টের বৈঠক হল না। মেদিনীপুরে এমন ঘটনার নজির বেশি নেই। ঘটনার জেরে বিড়ম্বনায় পড়েছেন ফ্রন্ট নেতৃত্ব। ফ্রন্টের এক নেতার কথায়, “শুরুতেই যেন তাল কেটে যাচ্ছে! কয়েকটি ব্লকে আসন বন্টন নিয়ে জোর দর কষাকষি চলছে। ফলে, ব্লক থেকে জেলায় এখনও রিপোর্ট এসে পৌঁছয়নি।”
৬ মার্চ পঞ্চায়েত ভোট নিয়ে জেলা বামফ্রন্টের বৈঠকে ফ্রন্টের ঐক্যের উপরই জোর দেওয়া হয়। সিদ্ধান্ত হয়েছিল, শুরুতে ব্লকস্তরের ফ্রন্ট নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা করবেন। জেলায় রিপোর্ট পাঠাবেন। পরে জেলাস্তরে সেই রিপোর্টের পর্যালোচনা করা হবে। ফ্রন্ট নেতৃত্বের বক্তব্য ছিল, পঞ্চায়েত নির্বাচন তো আর মেদিনীপুর শহরে হবে না। গ্রামে হবে। তাই আগে ব্লকস্তরের বৈঠক হবে। যে কোনও মূল্যে বামফ্রন্টের ঐক্য রক্ষা করা হবে। ফ্রন্ট সূত্রে খবর, জেলার বেশ কয়েকটি ব্লকে আসন বন্টন নিয়ে শরিক দলগুলোর মধ্যে জোর দর কষাকষি চলছে। স্থানীয় সিপিএম নেতৃত্ব যে ক’টি আসন দিতে ইচ্ছুক, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব তার থেকে বেশি আসন দাবি করছেন। ফলে, আলোচনা সে ভাবে এগোচ্ছে না। ফ্রন্টের এক নেতার অবশ্য বক্তব্য, “সামান্য মতপার্থক্য রয়েছে। আলোচনা এগোচ্ছে। দু’-এক দিনের মধ্যেই ব্লকের রিপোর্ট জেলায় এসে পৌঁছবে। তারপর জেলা বামফ্রন্টের বৈঠক হবে।” |
|
|
|
|
|