নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অনুপ্রবেশকারী হিসেবে ধরিয়ে দেওয়ার আগে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণ করার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পুলিশ দাবি করেছে, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে আড়াই বছর আগে প্রধাননগর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়।
সেই মামলার চার্জশিটও আদালতে জমা পড়েছে। কিন্তু শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার সমিতি লাগোয়া এলাকার যে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে ওই তরুণী তাকে গ্রেফতার করা হয়েছে কি না তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই আদালতে জানিয়েছেন অফিসাররা।
শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার অবশ্য পুরো ঘটনা খতিয়ে দেখে হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা না হয়ে থাকলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। পুরো বিষয়টি খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দার্জিলিঙের একটি আইনি সহায়তা সংক্রান্ত সংগঠনের পক্ষ থেকে বিষয়টি জেলা আইনি পরিষেবা সমিতির চেয়ারম্যান তথা জেলা ও দায়রা জজকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার নারীদিবসের অনুষ্ঠানে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের এক বন্দি তরুণী কান্নায় ভেঙে পড়েন। সেখানে উপস্থিত থাকা জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্যা শেফালি ভট্টাচার্যকে বিষয়টি জানান।
পরে বিষয়টি জানতে পারেন রাজ্য মহিলা কমিশনের সদস্যা জ্যোৎস্না অগ্রবাল। আজ, সোমবার তিনি সংশোধনাগারে গিয়ে ওই তরুণীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “ওই তরুণীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” |