বিরোধী ভূমিকায় যাওয়ার পরে প্রথম পঞ্চায়েত নির্বাচনে বাম ঐক্য থাকুক, অবশ্যই চান। কিন্তু ‘আত্মসম্মান বিকিয়ে দিয়ে’ যে আসন-রফা হবে না, দলের বৈঠকে সেই বার্তাও দিয়ে রাখলেন ফরওয়ার্ড ব্লকের নবতিপর রাজ্য সম্পাদক অশোক ঘোষ। সেই সঙ্গেই নিজের ভগ্নস্বাস্থ্যের কথা বলে আবেগমথিত কণ্ঠে আবেদন জানালেন দলে ঐক্য বজায় রাখার জন্য। যা আসলে পঞ্চায়েত ভোটের পরে পদ থেকে সরে দাঁড়ানোর ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা হিসাবেই দেখছে দলের বড় অংশ।
বাম শরিক ফ ব-র রাজ্য কমিটির দু’দিনের বৈঠকে জেলাওয়াড়ি আসন-রফার বৃত্তান্ত রিপোর্ট করেছেন প্রতিনিধিরা। তাতে দেখা গিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, মালদহ, উত্তর দিনাজপুরের মতো জেলার বেশ কিছু অংশে পঞ্চায়েতের আসন ভাগাভাগির নিষ্পত্তি এখনও হয়নি। টানাপোড়েন চলছে দুই ২৪ পরগনার কিছু কিছু অংশে। ক্ষমতা হারানোর পরেও কিছু ক্ষেত্রে সিপিএমের ‘দাদাগিরি’র মনোভাবের বিশেষ পরিবর্তন হয়নি বলেও জেলা নেতৃত্বের একাংশ অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতেই রবিবার জবাবি ভাষণে অশোকবাবু বলেছেন, তৃণমূলের অন্যায়ের প্রতিরোধে বাম ঐক্যই পথ। তবে একই সঙ্গে প্রবীণতম বাম নেতা বৈঠকে বলেছেন, এ বার সংঘাতও হবে, আবার ঐক্যও হবে। আত্মসম্মান বিক্রি করে দিয়ে আপসের রাস্তায় তাঁরা যাবেন না।
গত মাসে দলের রাজ্য সম্মেলন শেষ হয়েছিল নজিরবিহীন বিতণ্ডায়। নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠকে অশোকবাবু বলেছেন, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান গ্রামীণ ও হুগলি জেলার সমস্যা দ্রুত মিটিয়ে ফেলতে রাজ্য সম্পাদকমণ্ডলীর ভারপ্রাপ্ত সদস্যদের উদ্যোগী হতে হবে। নইলে পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের মনোবল ফেরানো যাবে না। বয়স ও স্বাস্থ্যের কারণে তাঁর কর্মক্ষমতা যে কমে আসছে, আবেগরুদ্ধ কণ্ঠে তা-ও এ দিন দলকে বলেছেন অশোকবাবু। দলকে ঐক্যবদ্ধ রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন। পঞ্চায়েত ভোটের পরে রাজ্য কাউন্সিলের অধিবেশনেই ক্ষমতা হস্তান্তরের কিছু ব্যবস্থা প্রবীণ রাজ্য সম্পাদক সেরে ফেলবেন বলে ফ ব-র বড় অংশের ধারণা।
রাজ্য কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সম্মেলনে ওঠা তথ্য ফাঁস ও দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য কমিশন গড়া হবে শীঘ্রই। তবে ভাষণে অশোকবাবু এ নিয়ে মুখ খোলেননি বলেও দলীয় সূত্রের খবর। |