টুকরো খবর
কান্দিতে দু’টি পথ দুর্ঘটনায় জখম ৯
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় ন’জন জখম হয়েছেন। কান্দির রসড়া এ লাকায় বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটর বাইক নয়ানজুলিতে পড়ে যায়। আহত বাইক চালক ও আরোহী কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে খড়গ্রামের গারুটিয়া এলাকায় দু’টি লছিমন ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৭ জন জখম হয়েছেন। তাঁদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর ৪ জন ছাড়া পান। বাকিদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরীক্ষাকেন্দ্র বদল, বিক্ষোভ ডোমকলে
শিক্ষকদের কারসাজিতেই বদল হয়েছে পরীক্ষাকেন্দ্র। এমনই অভিযোগ তুলে ডোমকলের সারাংপুর হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা শনিবার রাত ৮টা পর্যন্ত শিক্ষকদের তালাবন্দি করে রাখে। তাদের বক্তব্য, পরীক্ষার তিন দিন আগে আমাদের জানানো হয়, বৃন্দাবনপুর স্কুলের পরিবর্তে পরীক্ষা হবে ভগীরথপুর স্কুলে। এর জন্য দায়ী শিক্ষকেরা। ডোমকলের এসডিপিও ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের ঘেরাও মুক্ত করেন। মহকুমা শাসক প্রশান্ত অধিকারী বলেন, “শেষমেশ পড়ুয়াদের বোঝানো গেছে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত কাউন্সিলের। রাত ৮টা নাগাদ তারা ঘেরাও তোলে।”

শিক্ষকের দান
অবসরের পর দুই শিক্ষক অর্থ দান করলেন স্কুলকে। হরিহরপাড়ার মহিষমারা-ঘোরামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক, পার্বতী কুমার রায় ও তপন কুমার ঘোষ এ বছর ফেব্রুয়ারিতে অবসর নেন। ৯ মার্চ তাঁরা যৌথভাবে স্কুলকে ১ লক্ষ ২৫ হাজার টাকা দান করেন। পার্বতী কুমার ঘোষের ইচ্ছা, তাঁর দানের টাকা পড়ুয়াদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক। তপনবাবুর ইচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি হোক স্থায়ী সভামঞ্চ। প্রধান শিক্ষক প্রবুদ্ধ বসু ও স্কুল পরিচালন সমিতির সম্পাদক বনমালী সরকার বলেন, শীঘ্রই শুরু হবে জল প্রকল্প ও সভামঞ্চ তৈরির কাজ।

বামেদের ক্ষোভ
পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভরতপুর থানার সামনে বিক্ষোভ দেখাল সিপিএমের সালার-ভরতপুর জোনাল কমিটি। পরে তাঁরা স্মারকলিপিও দেন। কমিটির সম্পাদক কার্তিক মণ্ডল বলেন, “পুলিশ সমাজবিরোধীদের মদত দিচ্ছে। নিরীহ লোককে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পুলিশ নিরপেক্ষ না হলে পরবর্তীতে আমরা বৃহত্তম আন্দোলনে নামব।” অভিযোগ অস্বীকার করে কান্দির এসডিপিও সন্দীপ মণ্ডল বলেন, “অভিযোগ ভিত্তিহীন। পুলিশ তার দায়িত্ব ঠিক মতোই পালন করছে।”

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
হরিহরপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল ইয়াসমিন খাতুন (৩) নামে এক শিশু কন্যার। আদতে ঝাড়খন্ডের বাসিন্দা ওই শিশুটির মা হরিহরপাড়ার একটি ইটভাটার শ্রমিক।

আগুনে পুড়ল বাড়ি
ভস্মীভূত হয়ে গেল আটটি বাড়ি। রবিবার দুপুর নাগাদ চাকদহের সান্যালচক এলাকার বিশ্বাসপাড়ার একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে অন্যান্য বাড়িতেও। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। হাত লাগান আগুন নেভানোর কাজে। পাশেই তৃণমূলের কর্মী সম্মেলনের তোড়জোড় চলছিল। কল্যাণীর বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলকর্মীরা আগুন নেভানোয় অংশ নেয়। চাঁদুরিয়া-২ পঞ্চায়েত প্রধান সিপিএমের সদানন্দ বিশ্বাস বলেন, “রান্না ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে মনে হচ্ছে। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”

শিলান্যাস
নদিয়া জেলা হাসপাতালে মা ও শিশুদের জন্য রবিবার একটি পৃথক ইউনিটের শিলান্যাস করলেন রাজ্যের কারিগরী শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.