স্পোটর্স ডেভেলপমেন্ট অ্যাকাডেমির খড়্গপুর শাখার উদ্যোগে ফুটবল লিগ হল। এ বার ১৬ তম বর্ষ। ২৭ ডিসেম্বর শুরু হওয়া প্রতিযোগিতা শেষ হল রবিবার। ২৭টি দল যোগ দিয়েছিল। ‘এ’ ডিভিশনে ছিল ১৮টি দল, আর সুপার ডিভিশনে ছিল ৯টি দল। রবিবার নিমপুরার মাঠে সুপার ডিভিশনের ফাইনাল খেলা হয়। ২-১ গোলে জেতে ডেভেলপমেন্ট স্পোটিং ক্লাব। পুরস্কার বিতরণে এসেছিলেন আইএফএ-র কোষাধ্যক্ষ কৃষ্ণদাস পাল, প্রাক্তন ফুটবলার অমিয় ভট্টাচার্য। অ্যাকাডেমির খড়্গপুর শাখার সভাপতি অনিতবরণ মণ্ডল জানান, “খেলাধুলোর প্রসারেই এই প্রতিযোগিতার আয়োজন।”
|
খুনের চেষ্টা, স্বামী-সহ ধৃত সাত চন্দ্রকোনায়
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগে স্বামী-সহ সাত জনকে ধরল পুলিশ। অভিযোগ, স্বামীর মদতে পম্পা পাল নামে ওই মহিলাকে বেধড়ক মেরে বিষ খাওয়ানো হয়। পম্পাদেবী ঘাটাল হাসপাতালে ভর্তি। চন্দ্রকোনা থানার ফুলচক গ্রামে শুক্রবার বিকেলের ওই ঘটনায় রাতেই পুলিশ সাত জনকে গ্রেফতার করে। ধৃতদের শনিবার ঘাটাল আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ হয়। বছর ছয়েক আগে দাসপুরের দাদপুরের বাসিন্দা সুজিত পাত্রের মেয়ে পম্পার সঙ্গে চন্দ্রকোনার ফুলচকের মদন পালের ছেলে স্বরূপের বিয়ে হয়। তাঁদের এক কন্যাসন্তানও আছে। বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পম্পাদেবীর উপর অত্যাচার হত বলে অভিযোগ। সুজিতবাবু বলেন, “দাবি মতো দু’দফায় কিছু টাকাও দিয়েছিলাম। কিন্তু অত্যাচার বন্ধ হয়নি।” তাঁর অভিযোগ, “শ্বশুরবাড়ির লোকেরা জামাইয়ের মদতে আমার মেয়েকে মারধর করে জোর করে বিষ খাওয়ায়।” ওই ঘটনার পর এলাকার লোকেরাই পম্পাদেবীকে হাসপাতালে ভর্তি করেন। |