ধনেখালি থানায় তৃণমূল নেতা কাজি নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে রবিবার মৌনী মিছিল করলেন গ্রামবাসীরা। নাসিরুদ্দিনের আত্মীয়েরাও মিছিলে সামিল হন। মিছিলকারীদের হাতে ধরা প্ল্যাকার্ডে সিবিআই তদন্তের পাশাপাশি ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ‘উপযুক্ত শাস্তি’র দাবিও ছিল। এ দিন বিকেলে অনন্তপুর থেকে মিছিল বের হয়। বিভিন্ন রাস্তা ঘুরে মদনমোহনতলায় এসে অনন্তপুরে ফিরে মিছিল শেষ হয়। ১৮ জানুয়ারি সন্ধ্যায় গাড়ি রাখা নিয়ে পুলিশকর্মীদের সঙ্গে বচসার জেরে নাসিরুদ্দিনকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই তাঁর মৃত্যু হয়। পুলিশের মারে ওই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তদন্ত করছে সিআইডি। ওই থানার এক এএসআই এবং দুই কনস্টেবল গ্রেফতার হয়েছে। ওসি বরুণ ঘোষকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে ‘ক্লোজ’ করেছে জেলা পুলিশ।
|
বস্তা তৈরির কারখানায় আগুন লাগল পোলবার হোসনাবাদ অঞ্চলে। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয়। |