টুকরো খবর |
আফস্পা নিয়ে এখনও অনড় শর্মিলা চানু
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আফস্পা আইন প্রত্যাহারের জন্য দীর্ঘ বারো বছর ধরে লড়াই চালাচ্ছেন তিনি। এক ফোঁটা খাবার দাঁতে কাটেননি এই ১২ বছরে। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে সরকার। কিন্তু কোনও কিছুই আফস্পার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারবে না বলে জানালেন ইরম শর্মিলা চানু। গত সপ্তাহে দিল্লির এক আদালতে একটি মামলার জন্য হাজিরা দিতে এসেছিলেন মণিপুরের এই ‘আয়রন লেডি’। অভিযোগ ছিল, অনশনের সময় আত্মহত্যার চেষ্টা করেছেন শর্মিলা। কিন্তু শর্মিলা নিজে মনে করেন, এ সব মামলা মোকদ্দমা করে তাঁকে লক্ষ্যভ্রষ্ট করা যাবে না। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শর্মিলা আরও বলেছেন, “আমার মনে হয় আফস্পা প্রত্যাহার নিয়ে বিচারপতি বর্মার সুপারিশের মর্যাদা দেওয়া উচিত সরকারের। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, সেটা ভুল। সেনার উপর সব সময় সরকারের কর্তৃত্ব থাকা উচিত।” আত্মহ্যার চেষ্টার অভিযোগ কতটা সত্যি? শর্মিলার কথায়, “আমি চাইলে অনেক আগেই আত্মহত্যা করতে পারতাম। ও সব করাটা হাস্যকর ব্যাপার হবে।” তবে তাঁর অনশন দেখে বাকিরা উদ্বুদ্ধ হোক, এটা চান না শর্মিলা। তাঁর কথায়, একে সম্মান করাই যথেষ্ট। তাতে সামিল হওয়ার জন্য অনশন করার প্রয়োজন নেই।
|
বোমা মেরে স্কুল ওড়াল দুষ্কৃতীরা
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
বোমা মেরে হাইলাকান্দি জেলায় স্কুল উড়িয়ে দিল দুষ্কৃতীরা। অসম-মিজোরামের সীমা-বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এর আগেও একবার স্কুলটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিশ সুপার ব্রজেন্দ্রজিৎ সিংহ জানিয়েছেন, রামনাথপুর থানার অধীন কচুরথলের মুলিয়ালা প্রাথমিক স্কুলে কাল রাত বারোটা নাগাদ বিস্ফোরণ ঘটানো হয়। পাথর ফাটানোর কাজে ব্যবহৃত হয় যে ধরনের ডিনামাইট, এখানে তা-ই কাজে লাগানো হয়। কারা এই বিস্ফোরণ ঘটাল, স্পষ্ট বলতে না-চাইলেও পুলিশ সুপার মিজো দুষ্কৃতীদের দিকেই ইঙ্গিত করেন। তিনি বলেন, “জঙ্গি নয়, এটুকু নিশ্চিত। যারা এখানে স্কুল চায় না, তারাই এই কাজ করেছে।” গ্রামবাসীরা বলছেন, মিজোরামের লোকজনই বিস্ফোরণের পিছনে। হাইলাকান্দি জেলায় সীমা নিয়ে অসম ও মিজোরামের মধ্যে অনেক দিন থেকে বিবাদ চলছে। রামনাথপুর থানার অধীন এই জায়গাগুলি মিজোরামের বলে তারা দাবি করে আসছে। অন্য দিকে অসম সরকারের অভিযোগ, প্রতিবেশী রাজ্যটি বহু জায়গা তাদের সীমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এ সবেরই জেরে ১৯৯৯ সালে মিজো দুষ্কৃতীরা অসম পুলিশের ওয়াচ টাওয়ার উড়িয়ে দেয়। মুলিয়ালা স্কুলে আরও একবার বিস্ফোরণ ঘটায়। পরে স্কুলভবন দুটি পুনর্নির্মাণ করা হয়। কাল রাতে দুটি দালানবাড়িই চুরমার হয়ে গিয়েছে। দেওয়াল ধসে পড়েছে, টিনের চাল উড়ে গিয়েছে।
|
সংঘর্ষে নিহত ৩ গারো জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গি সংগঠনকে মূল স্রোতে টেনে আনার প্রয়াস চলছে এক দিকে। অন্য দিকে বিক্ষিপ্ত ভাবে ঘটে চলেছে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ। সদ্যই মেঘালয়ে নতুন বিধায়ক হিসেবে শপথ নিলেন প্রাক্তন জঙ্গি নেতা জুলিয়াস কে ডোরফাং। তখনই গারো জঙ্গি সংগঠন এএনভিসির সংগ্রামপন্থী গোষ্ঠীর তিন জঙ্গি মারা পড়ল পুলিশের সঙ্গে সংঘর্ষে। পুলিশ জানিয়েছে, গত কাল ডোবু চিটিংবাম গ্রামে এএনভিসি ঘাঁটিতে অভিযান চালানো হয়। জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াইতে তিন জঙ্গি ঘটনাস্থলে মারা যায়। বাকিরা পালায়। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, পিস্তল ও একে ৪৭ রাইফেলের প্রচুর গুলি, মোবাইল উদ্ধার হয়েছে। অন্যদিকে, যৌথবাহিনী, অরুণাচল প্রদেশের তিরাপ থেকে তিন এনএসসিএন (আই এম) জঙ্গি ও এক ইউএলসিএ জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে, জঙ্গি সংগঠন এনএসসিএন-এর সার্জেন্ট মেজর তথা খোনসার টাউন কম্যান্ডার খুনফোয়া সুমন্যান।
|
শিশু উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ভরতপুর |
পশ্চিমবঙ্গ ও বিহারে পাচার হওয়ার ঠিক আগে উদ্ধার করা হল ১৬৮ জন শিশুকে। রাজস্থানের ভরতপুরের ঘটনা। এই শিশুদের প্রত্যেকেরই বয়স আট থেকে চোদ্দো বছরের মধ্যে। রেল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর রেল স্টেশনে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই ওই শিশুদের উদ্ধার করা হয়। এই শিশুরা আগে জয়পুরের চুড়ি কারখানায় কাজ করত।
|
গাড়িতে ধর্ষণের অভিযোগ দিল্লিতে
নিজস্ব সংবাদাতা • নয়াদিল্লি |
বদল নেই রাজধানীর। নির্ভয়ের ঘটনার পরেও কখনও ঘটেছে অটোতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, কখনও নিগৃহীতা হয়েছেন মহিলা সাংবাদিক। রবিবার ফের এক মহিলা অভিযোগ করলেন, গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেছে চার জন। গাড়িটিতে ওই চার ব্যক্তি ছাড়াও দুই মহিলা ছিলেন এবং সকলেই তাঁর পরিচিত বলে নিগৃহীতার অভিযোগ। পুলিশকে তিনি জানিয়েছেন, সকালে পাণ্ডবনগর থেকে অক্ষরধাম যাচ্ছিলেন তিনি। অক্ষরধাম মেট্রো স্টেশনের কাছে তাঁকে ওই গাড়িটিতে তুলে নেওয়া হয়। নিগ্রহের পর মোবাইল ও গয়না কেড়ে নিয়ে তাঁকে প্রগতি ময়দানের কাছে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। |
শিবরাত্রিতে ভিড়ে পদপিষ্ট ২
নিজস্ব সংবাদদাতা • বারাবাঁকি |
শিবরাত্রিতে মন্দিরে পুজো দিতে এসে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গেলেন দু’জন। আহত অন্তত বারো। উত্তরপ্রদেশের লোদেশ্বর মহাদেব মন্দিরে রবিবার শিবরাত্রি উপলক্ষে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত। ভিড়ের মধ্যে ব্যারিকেড ভেঙে গেলে হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। ফৈজাবাদের ডিআইজি জানান, ব্যারিকেড ভেঙে যাওয়াতেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
|
নিরাপত্তায় না খুরশিদের
নিজস্ব সংবাদদাতা • গাজিয়াবাদ |
ভিআইপি নিরাপত্তা নেন না বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। তাঁর মতে, এমন পরিবেশ তৈরি করা উচিত যাতে কেউ যাতে নিরাপত্তা না চায়। আধাসেনা সিআইএসএফের প্রতিষ্ঠা দিবসে এই মন্তব্য করেছেন খুরশিদ। কী ভাবে সেই পরিবেশ তৈরি যাবে তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। দিল্লি গণধর্ষণের পরে নানা শিবির অভিযোগ করে, ভিআইপি নিরাপত্তায় বহু পুলিশ মোতায়েন থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা কমেছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে।
|
বোনের মাথা কাটল দাদা
নিজস্ব সংবাদদাতা • বাহরাইচ |
বোনের মাথা কেটে সেটা নিয়ে সোজা থানায় হাজির হলেন দাদা। বাহরাইচ জেলার রবিপুরের তাজপুর গ্রামের ঘটনা। নানহে নামের ওই ব্যক্তির কুড়ি বছরের বোন মাহরুন বিয়ে করতে চেয়েছিলেন ৫০ বছরের এক প্রৌঢ়কে। সেটাই পছন্দ হয়নি নানহের। শনিবার তাই বোনের মাথা কেটে ফেলে সে। পুলিশ জানিয়েছে, মাহরুনের বাবার অভিযোগের ভিত্তিতে নানহেকে গ্রেফতার করা হয়েছে। মাহরুনের শরীরের বাকি অংশ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
অনুর অবসর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
এক সময়ে তার ঘ্রাণশক্তির জোরে ধরা পড়েছে বহু অপরাধী। ১১ বছর বয়সে শরীর ভেঙে যাওয়ায় অবসর নিচ্ছে দিল্লি পুলিশের ডগ স্কোয়াডের সবচেয়ে পুরনো সদস্য অনু। ডগ স্কোয়াডে আছে আরও ১৪টি কুকুর। কিন্তু অফিসের সর্বত্র ঘুরে বেড়ানোর অধিকার আছে একমাত্র অনুরই। বহু প্রদর্শনীতেও জিতেছে সে।
|
কুম্ভে গিয়ে ব্যাগ খোয়ালেন গগৈ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কুম্ভের মেলায় চুরি গেল অসমের মুখ্যমন্ত্রীর ব্যাগ। মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের এসডিও বিপুল গগৈ ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ব্যাগে ছিল মুখ্যমন্ত্রীর মোবাইল, ক্যামেরা, ব্যাঙ্কের পাশবই ও চেক বই এবং ৩ লক্ষ ২০ হাজার টাকা।
|
অ্যাসিড ৪ জনকে
নিজস্ব সংবাদদাতা • রায়গড় |
আদিবাসী চার বোনকে অ্যাসিড ছুড়ল এক অজ্ঞাতপরিচয় যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে কোতমারা গ্রামে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে চার বোন একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তখনই ঘটনাটি ঘটে। চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
|
রেহাই যাত্রীদের
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
অল্পের জন্য রেহাই পেলেন বিমানের ১৪০ জন যাত্রী। রবিবার চণ্ডীগড় থেকে মুম্বই আসে ইন্ডিগো সংস্থার ওই বিমানটি। কিন্তু মুম্বই বিমানবন্দরে নামার সময়ে রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। বিমানের ধাক্কায় ভেঙে যায় রানওয়ের কয়েকটি আলো। বেশ কিছু ক্ষণ বন্ধ রাখতে হয় রানওয়ে। বিমানের পাইলটকে এখনও জেরা করা হচ্ছে।
|
আটক ইয়াসিন
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
|
হাতে হাত: পাকিস্তান থেকে ফিরে সমর্থকদের সঙ্গে ইয়াসিন মালিক। রবিবার শ্রীনগরে। ছবি: এ পি |
দিল্লি থেকে শ্রীনগরে ফেরার পরে রবিবার বিমানবন্দরেই আটক করা হল বিচ্ছিন্নতাবাদী সংগঠন জেকেএলএফের নেতা ইয়াসিন মালিককে। সাত দিন পাকিস্তানে কাটিয়ে কাশ্মীরে ফিরেছেন মালিক। পুলিশ জানিয়েছে, মালিক ফেরার পরে কাশ্মীরে গোলমালের আশঙ্কা ছিল। তাই তাঁকে আটক করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তবে ইয়াসিনের দাবি, তিনি গৃহবন্দি। পাকিস্তানে লস্কর-ই-তইবা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসায় ফের বিতর্কে জড়িয়েছেন ইয়াসিন। নয়াদিল্লিতে নামার পরেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় শিবসেনা। আবার আফজল গুরুর দেহ না ফেরানো পর্যন্ত কাশ্মীরে আন্দোলনের ডাক দিয়েছে জেকেএলএফ। ফলে, ইয়াসিন ফেরায় গোলমালের আশঙ্কা ছিল বলে দাবি পুলিশের।
|
ফের ধর্ষণ করে খুন
নিজস্ব সংবাদদাতা • আজমগড় |
উত্তরপ্রদেশের আজমগড়ের দক্ষিণ গাওয়ান গ্রামে ১৯ বছরের এক তরুণীর দেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার রাতে নিখোঁজ হয়ে যান ওই তরুণী। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের।
|
কুম্ভে গিয়ে ব্যাগ খোয়ালেন গগৈ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কুম্ভের মেলায় চুরি গেল অসমের মুখ্যমন্ত্রীর ব্যাগ। মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের এসডিও বিপুল গগৈ ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ব্যাগে ছিল মুখ্যমন্ত্রীর মোবাইল, ক্যামেরা, ব্যাঙ্কের পাশবই ও চেক বই এবং ৩ লক্ষ ২০ হাজার টাকা।
|
কাটা দেহাংশ উদ্ধার |
পলিথিনের প্যাকেটে মানুষের কাটা দেহের খণ্ড। তাও শুধু দুই হাতের কনুইয়ের উপরের অংশ এবং দু’পায়ের হাঁটু থেকে উরু পর্যন্ত। শিলচর শহরে বিলপার শঙ্করদিঘির পাড়ে পড়ে ছিল প্যাকেটটি। বিল ঘিরে দেওয়াল তৈরির কাজ করছেন শ্রমিকরা। প্যাকেটটি প্রথম নজরে আসে তাদেরই। থানায় খবর দেওয়া হয়। তবে কার দেহাংশ, তা শনাক্ত করা যায়নি। |
|