আজ, সোমবার থেকে সাময়িক ভাবে বন্ধ হচ্ছে বারুইপুরে বেস্কোর ওয়াগন তৈরির কারখানা। ঠিকা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে কারখানায় অচলাবস্থা তৈরি হওয়ায় সাসপেনশন অফ ওয়ার্ক ঘোষণা করা হয়েছে বলে দাবি সংস্থা কর্তৃপক্ষের।
রবিবার রাতে বেস্কোর অন্যতম কর্তা দেবপ্রিয় মিত্র অভিযোগ করেন, “বেশ কিছু দিন ধরেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ চালাচ্ছেন ঠিকা কর্মীদের একাংশ। যার পিছনে মদত রয়েছে তৃণমূল কর্মী ইউনিয়ন আইএনটিটিইউসি-র স্থানীয় নেতাদের একাংশের। সুপারভাইজর ও ম্যানেজমেন্ট কর্মী-সহ ইচ্ছুক কর্মীরা কাজে যোগ দিতে এলে হুমকি দেওয়া হচ্ছে। এমনকী অন্য কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে।” তাঁর দাবি, বিক্ষোভের জেরে উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়ছে সংস্থা। তাই বাধ্য হয়ে সোমবার থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে।
বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানিয়েছেন কর্তৃপক্ষ। দেবপ্রিয়বাবু জানান ইতিমধ্যেই এ নিয়ে বারুইপুরের মহকুমাশাসক পার্থ আচার্যের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। পার্থবাবু বলেন, কারখানায় গোলমালের কথা তাঁকে মৌখিক ভাবে জানানো হয়েছে। এ প্রসঙ্গে আইএনটিটিইউসি-র জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ঘটনায় তৃণমূলের মদত দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি রবিবার বলেন, “শুনেছি, কাল খোঁজ নেব।”
|
নারী দিবসে উপহার উড়ানে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নারী দিবস উপলক্ষে মহিলা যাত্রীদের জন্য বিশেষ উপহার দিচ্ছে ড্রাগন এয়ার বিমানসংস্থা। যে মহিলারা কলকাতা থেকে হংকংয়ের উড়ানে উঠবেন, তাঁদের জন্য অপেক্ষা করছে লাল গোলাপ! সঙ্গে সুদৃশ্য কার্ড। ভারতের ৬টি শহরের মহিলা যাত্রীরা এই সুযোগ পাবেন। ৭ থেকে ১৪ মার্চ পর্যন্ত যে মহিলারা ক্যাথে-প্যাসিফিক সংস্থার উড়ান টিকিট কাটবেন ও ১৩ তারিখের পর বিমানে চাপবেন, তাঁদের জন্য থাকছে ২০ ডলার মূল্যের ভাউচার। সেটা ভাঙিয়ে মনের সুখে কেনাকাটা করা যাবে বিমানের ভিতরেই। |