আমেরিকার সঙ্গে আলোচনা চালালেও নিরীহ আফগানদের হত্যা করা বন্ধ করেনি তালিবান। ফলে, আমেরিকাও আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার সুযোগ পেয়ে যাচ্ছে। রবিবার এই মন্তব্য করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। শনিবার আফগানিস্তানে দু’টি মানববোমা হামলায় ১৯ জন নিহত হয়েছেন। কারজাইয়ের দাবি, এই হামলায় ‘উপকার’ হচ্ছে আমেরিকারই। তারা আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখার সুযোগ পেয়ে যাচ্ছে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে সরার কথা মার্কিন বাহিনীর। তার আগে তালিবানের সঙ্গে আলোচনা করতে উদ্যোগী হয়েছিল তারা। কাতারে তালিবানের সঙ্গে আমেরিকার যোগাযোগও হয়েছিল। তবে সেই আলোচনা ভেস্তে গিয়েছে বলে দাবি তালিবানের।
|
হাসপাতালে ম্যান্ডেলা
সংবাদসংস্থা • জোহানেসবার্গ |
ফের হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। তবে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ম্যান্ডেলার অসুখ তেমন গুরুতর নয়। কিছু রুটিন শারীরিক পরীক্ষার জন্যই শনিবার প্রিটোরিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৯৪ বছরের ম্যান্ডেলাকে। যদিও রবিবারই ছাড়া পান তিনি। গত ডিসেম্বরে ফুসফুসে সংক্রমণ ও পিত্ত থলিতে পাথরের হওয়ায় ১৮ দিন হাসপাতালে ছিলেন ম্যান্ডেলা।
|
পুড়ে মৃত ৭ শিশু
সংবাদসংস্থা • বার্লিন |
একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হল আট জনের। এদের মধ্যে সাত জনই শিশু। দক্ষিণ-পশ্চিম জার্মানির স্টুটগার্টের কাছে বেকন্যাঙ্গ শহরের ঘটনা। রবিবার ভোর চারটে নাগাদ তিনতলার একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগে। বাড়িটিতে মোট ১৩ জন থাকতেন। হিটার থেকেই আগুন লেগেছে বলে পুলিশের ধারণা। |