|
|
|
|
হুল্লোড় |
রুপোলি-সবুজে ধুন্ধুমার
আইপিএল-এর গনগনে উত্তাপের মধ্যেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ হিন্দি-বাংলা সিনেমা।
কী ভাবে টক্কর দেবে তারা ক্রিকেট মহাযুদ্ধের সঙ্গে? খোঁজ নিলেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত |
‘চশমে বদ্দুর’, ‘নৌটঙ্কি শালা’, ‘এক থি ডায়েন’, ‘আশিকি ২’, ‘শ্যুটআউট অ্যাট ওয়াডালা’ এই ছবিগুলোর মধ্যে মিল কোথায়? প্রত্যেকটিই মুক্তি পেতে চলেছে ৩ এপ্রিল থেকে ২৬ মে’-র মধ্যে। আইপিএল ৬ -এর ভরা মরসুম। ক্রিকেটের এই রাজসূয় যজ্ঞের ব্যাপারে টলিউডও চিন্তার কারণ দেখছে না।
বলিউডি পরিচালকদের মধ্যে ডেভিড ধাওয়ান-ই প্রথম পাঙ্গা নিতে চলেছেন আইপিএল-এর সঙ্গে। ডেভিডের কথাতেই বোঝা গেল এই সিদ্ধান্ত নিতে পেরে তিনি খুব খুশি। “১৯৯৯-এর বিশ্বকাপের সময় আমার ‘বিবি নাম্বার ওয়ান’ রিলিজ করেছিল। সে বছর ওই সিনেমাটাই সবচেয়ে হিট হয়। আইপিএল আসার আগেই তাই ক্রিকেটের সঙ্গে আমার এনকাউন্টার ঘটে গিয়েছে।”
এই আইপিএল মরসুমে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা বেশ বেড়ে গিয়েছে। “এ বছরের আইপিএল চলাকালীন প্রত্যেক সপ্তাহেই অন্তত দু’টো করে ছবি রিলিজ করবে,” বললেন ডেভিড। ডেভিডের ‘চশমে বদ্দুর’-এর রিমেক মুক্তি পেতে চলেছে ৫ এপ্রিল। ওই দিনই হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে। “আমার মনে হয় না ওই ম্যাচটা সাঙ্ঘাতিক গুরুত্বপূর্ণ হবে। তা ছাড়া আমার ছবিটা রিলিজ করছে আইপিএল-এর একেবারে গোড়ার দিকে। খেলা জমে উঠতে যথেষ্ট সময় লাগবে। দর্শকরা কী দেখতে চান সেটা তাঁরাই ঠিক করবেন। গত বছর আইপিএল চলাকালীনই ‘হাউসফুল ২’ মুক্তি পেয়েছিল। ছবিটা ব্লকবাস্টার হয়েছিল। আমার মনে হয় আপাতত ক্রিকেটের আমাদের সমঝে চলার সময় এসে গিয়েছে,” ডেভিড বলেন। |
|
রোহন সিপ্পি পরিচালিত ‘নৌটঙ্কি শালা’ মুক্তি পাচ্ছে ৫ এপ্রিলেই। “আয়ুষ্মান খুরানা আমার এই ছবিতে অভিনয় করছেন। ওঁর ‘ভিকি ডোনর’-ও গত বছর আইপিএল মরসুমেই মুক্তি পেয়েছিল। দারুণ হিট হয়েছিল ছবিটা। তাই আইপিএল-এ ঘাবড়ানোর কিছু নেই। দর্শকরা নিজেদের পছন্দের টিমের খেলা দেখেন আর বাকি সময়টা নিজেদের পছন্দে কাটান,” রোহন বলেন।
অবশ্য আইপিএল-এর সময় কোনও বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না। “আইপিএল শুরুর আগেই মুক্তি পাচ্ছে ‘হিম্মতওয়ালা’। আর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পাবে আইপিএল-এর পর। সে দিক দিয়ে দেখতে গেলে বড় বাজেটের কোনও ছবির সঙ্গেই আমাদের প্রতিযোগিতায় নামতে হচ্ছে না,” রোহন জানান।
‘আশিকি ২’ মুক্তি পাবে ১০ মে। একই দিনে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ডেয়ারডেভিলস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তা সত্ত্বেও মোহিত সুরি পরিচালিত তাঁর ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল মুক্তিলাভের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনাল মহেশ ভট্টকে। বললেন, “ভুলে যাবেন না আইপিএল চলার সময়ই আমরা ‘জন্নত’ সিনেমাটা রিলিজ করেছিলাম। হিটও করেছিল ছবিটা। ‘আশিকি ২’-এর মতো একটা ছবি হাতে থাকলে আইপিএল-এর সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করাটা কোনও কঠিন ব্যাপারই নয়।”
ইমরান হসমি অভিনীত ‘জন্নত’ আইপিএল-এর মিথটাকে ভাঙতে অনেকটাই সক্ষম হয়েছিল। এ বছর ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘এক থি ডায়েন’। অভিনয়ে ইমরান, কঙ্কনা সেন শর্মা, কল্কি কোয়চলিন এবং হুমা কুরেশি। |
চশমে বদ্দুর |
গয়নার বাক্স |
|
বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ মনে করছেন আইপিএল আর বক্স অফিসকে কাবু করতে পারছে না। “ছবি মুক্তির সঙ্গে ক্রিকেট বা পরীক্ষার কোনও বিরোধ নেই। গত বছর আইপিএল সিজনে হিট সিনেমার তালিকাটা খালি দেখুন। সে বছর কোনও সপ্তাহে দু’টো তো কোনও সপ্তাহে তিনটে ছবি রিলিজ করেছিল,” বললেন তরণ। তরণের অনুমান, আইপিএল চলাকালীন রিলিজ হওয়া বলিউডের সিনেমাগুলোতে প্রায় ২০০ কোটি টাকারও বেশি লগ্নি করা হয়েছে।
টলিউডও আশাবাদী। বিশেষ করে পয়লা বৈশাখের সপ্তাহান্তে তো নয়ই। এমনটাই বক্তব্য প্রযোজক শ্রীকান্ত মোহতার। “পয়লা বৈশাখের উইকএন্ডটা ছাড়ার তো গল্পই নেই। আমাদের দু’টো ছবি মুক্তি পাবে তখন। অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ আর সুজিত মণ্ডলের ‘রকি’,” বলেন শ্রীকান্ত।
ডিস্ট্রিবিউটর অরিজিৎ দত্তের মতে দর্শকরা ক্রিকেট দেখে দেখে ক্লান্ত। তাই আইপিএল-এর সময়ও রমরমা ব্যবসা করছে সিনেমাগুলো। “কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘শব্দ’ রিলিজ করছে ১২ এপ্রিল। তার পর ২৬ এপ্রিল মুক্তি পাবে ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’। এর পর রয়েছে ‘অর্জুন’। আসছে ৩ মে। এখন দর্শকরা খুব খুঁতখুঁতে। কী দেখবেন সে ব্যাপারে যথেষ্ট সচেতন তাঁরা। গত বছর ভরা আইপিএল মরসুমেও ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমাটা রমরমিয়ে চলেছিল,” বলেন অরিজিৎ।
কৌশিক গঙ্গোপাধ্যায় ‘শব্দ’র মুক্তির তারিখ নিয়ে এক দমই বিচলিত নন। “আইপিএল চলবে ঠিকই, তবে তাতে কোনও অসুবিধা হবে না। বরং ওই একই দিনে রিনাদির (অপর্ণা সেন) ‘গয়নার বাক্স’ মুক্তি পাচ্ছে। আমার কাছে সেটাই কম্পিটিশন। ক্রিকেটাররা ওঁদের খেলা খেলুক আর আমরা আমাদেরটা খেলি। বাঙালির সিনেমা আর খেলা দু’টোই চাই। সিনেমার টান বেশি তাই পেজ থ্রি। খেলা শেষের পাতা,” মুচকি হেসে বলেন কৌশিক। |
এক থি ডায়েন |
শব্দ |
|
প্রযোজক হিমাংশু ধানুকা কিন্তু আইপিএল-এর সঙ্গে টক্কর নিতে রাজি নন। “গত বছর ‘বিক্রম সিংহ’ আইপিএল-এর সময় রিলিজ করেছিল। এ বছর আমরা আইপিএল মরসুমে কোনও রিলিজ রাখছি না। ‘কানামাছি’ মুক্তি পাবে ১৫ মার্চ। ‘খোকা ৪২০’ রিলিজ করবে ২১ জুন,” বললেন হিমাংশু।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবশ্য মত ভিন্ন।
“পয়লা বৈশাখের সময় বাংলা ছবির যে রমরমা ব্যবসাটা ছিল আইপিএল-এর ফলে কিছুটা হলেও তার ক্ষতি হয়েছে। তবে সিনেমার উপর আইপিএল-এর এফেক্টটা আগের থেকে একটু কমেও গিয়েছে। তা ছাড়া এখানে লোকে কেকেআর-এর খেলাই বেশি দেখে। রোজ তো আর কেকেআর থাকে না, তাই বাকি দিনগুলো মানুষ হলমুখো হতেই পারেন,” বলছেন প্রসেনজিৎ।
তবুও বলা যেতে পারে আইপিএল আর বলি-টলি মানেই মারামারি নয়। ব্যাট-বল-অ্যাকশন এখন স্ক্রিন আর স্টেডিয়াম জুড়ে। এবং জয়ী শুধুমাত্র এন্টারটেনমেন্ট। |
|
|
|
|
|