লরির ধাক্কায় ছাত্রীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
ইটবোঝাই লরির ধাক্কায় এক ছাত্রীর মৃত্যুতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। বৃহস্পতিবার সকালে গাইঘাটার আমকোলা এলাকায় গাইঘাটা-বসিরহাট সড়কে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় গাইঘাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ঝুটান দেবনাথের (১৫) বাড়িও ওই এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ১০টা নাগাদ স্কুলে গিয়ে বইপত্র রেখে ঝুটান সাইকেলে বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বসিরহাটের দিক থেকে আসা একটি ইটবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঝুটানকে ধাক্কা মারে। ধাক্কায় চোটে সাইকেল থেকে ছিটকে পড়লে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ঝুটান। এর পরেই স্থানীয় বাসিন্দারা লরি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধ করা হয় রাস্তা। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তারহ কারণেই বার বার দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে পুলিশ গিয়ে রাস্তা সরানোর ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে অবরোধ তোলে। ট্রাকটিও আটক করে চালককে গ্রেফতার করেছে পুলিশ।
|
আইন-শৃঙ্খলা নিয়ে স্মারকলিপি রেজ্জাকের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করলে আগামী বিধানসভায় ফল ভোগ করবে তৃণমূল। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে বৃহস্পতিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়ণস্বরূপ নিগমকে স্মারকলিপি দিতে দিয়ে এই মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। এদিন পঞ্চায়েত নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য জেলা পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন রেজ্জাক মোল্লা। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, এক সময় ক্যানিং-ভাঙড় এলাকায় তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের একাধিক অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। জবাবে রেজ্জাক বলেন, “ওরা অভিযোগ করেছে। এখন ওরাই তা অনুসরণ করছে। এতে আমার কিছু বলার নেই।”
|
দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে টাকা-গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে খড়দহের নর্থ স্টেশন রোডে। পুলিশ জানায়, ছয় দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে মনোজ বর্মণ নামে ওই ব্যক্তির বাড়িতে ঢোকে। দোতলায় তখন ঘুমোচ্ছিলেন মনোজবাবু ও তাঁর স্ত্রী বীণাদেবী। নীচে ছিলেন মনোজবাবুর মেয়ে-জামাই ঋতুপর্ণা ভট্টাচার্য ও রক্তিম ভট্টাচার্য। দুষ্কৃতীরা আলমারি ভেঙে নগদ চল্লিশ হাজার টাকা, গয়না ও একটি ল্যাপটপ নিয়ে পালায়। পুলিশের অনুমান, বাইরের কোনও দুষ্কৃতী-দল এই ঘটনায় জড়িত।
|
চোরাই বাইক, অস্ত্র-সহ ধৃত |
বৃহস্পতিবার ভোরে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ স্থানীয় বিভূতিভূষণ ঘাট থেকে নিজামুদ্দিন মালি নামে এক বাইক পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি চোরাই বাইক, একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গিয়েছে পাঁচশো টাকার দু’টি জাল নোটও। |