কলেজ-ছাত্রকে ছুরির আঘাত
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
বাড়ি ফেরার সময়ে কলেজের গেটের সামনে প্রথমে মার, তার পরে ছুরির আঘাতে জখম হলেন এক ছাত্র। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে রিষড়ার বিধান কলেজে। বেঞ্চে বসা নিয়ে গোলমালের জেরে ওই ছাত্রের সহপাঠীই হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ। অভিষেক প্রসাদ নামে গুরুতর জখম ওই ছাত্রকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত কুন্দন সিংহের খোঁজ চলছে। তিনি পলাতক। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রই বিএ প্রথম বর্ষের। অভিষেকের বাড়ি শ্রীরামপুরে। কুন্দন রিষড়ার বাসিন্দা। এ দিন ক্লাসের সময়ে বেঞ্চে বসা নিয়ে দু’জনের বচসা হয়। তা হাতাহাতি এবং গালিগালাজে পৌঁছয়। এর পরে বিষয়টি থেমে গেলেও বিকেল চারটে নাগাদ অভিষেক যখন বাড়ি যাচ্ছিলেন তখনই তিনি আক্রান্ত হন। বহিরাগত কিছু ছেলে নিয়ে কুন্দন তার উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। প্রথমে তাকে বেধড়ক মারধর করা হয়। শেষ পর্যন্ত ভিড়ের মধ্যে কেউ তার পিঠে ছুরি চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় কলেজের গেটে তাকে ফেলে রেখে পালিয়ে যায় বহিরাগতরা। কলেজের অন্য ছাত্রেরা অভিষেককে হাসপাতালে ভর্তি করান। তার পিঠের ক্ষতে তিনটি সেলাই পড়ে।
|
দেওয়াল দখলের অভিযোগ ব্যান্ডেলে
নিজস্ব সংবাদদাতা • ব্যান্ডেল |
দেওয়াল, তুমি কার। —নিজস্ব চিত্র। |
দেওয়াল দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কাজিডাঙা এবং মানসপুর এলাকার বেশ কিছু দেওয়ালে দীর্ঘদিন ধরেই ভোটের সময়ে সিপিএমের প্রচার চলে। কিন্তু এ বার বেশ কিছু দিন ধরেই ওই সব দেওয়ালের অনেকগুলিতে তৃণমূলের লোকজন সাদা রঙ করে দখল করছে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে এই কারণে দু’টি এলাকায় দু’পক্ষের মধ্যে বিবাদও হয়। সিপিএম থানায় লিখিত অভিযোগ করেছে। সিপিএম নেতা পীযূষ ধর বলেন, “বিধায়কের নেতৃত্বে আমাদের দেওয়ালগুলি সাদা রঙ করে দখল করছে তৃণমূল।” অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক তপন মজুমদার বলেন, “বাম আমলে এই সব অঞ্চলে তৃণমূলের দেওয়াল লিখনের ক্ষমতাই ছিল না। ওদের ভয়ে বাড়ির মালিকেরা দেওয়ালে লেখার অনুমতি দিত। এখন এখানকার মানুষ ওদের অত্যাচার সইতে না পেরে আমাদের দেওয়াল-লিখনের অনুমতি দিচ্ছেন। ওদের সেটাই পছন্দ হচ্ছে না।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের |
বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার জয়পুরে পঞ্চানন রায় কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রীমন্ত চোঙদার (২৮)। বাড়ি জয়পুরেরই নতুন গ্রামে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ঠিকাদারের অধীনে কাজ করতেন তিনি। তাঁকে জয়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। |