কেন্দ্র-আলফা বৈঠক, ফের পরেশের না |
আলোচনাপন্থী আলফা নেতাদের সঙ্গে কেন্দ্রের শান্তি আলোচনা চলাকালীন সংগ্রামপন্থী আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া আবার জানিয়ে দিলেন, অসমের স্বাধীনতা অর্জনের লড়াই ছেড়ে তিনি কখনওই আপসের পথে হাঁটবেন না। আলোচনাপন্থীদের নেতা, আলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া-সহ আলফার কেন্দ্রীয় কমিটির সাত সদস্য আজ দিল্লিতে কেন্দ্রের সঙ্গে পরবর্তী পর্যায়ের শান্তি আলোচনায় বসেন। কেন্দ্রের পক্ষে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব শম্ভু সিংহ ও মধ্যস্থতাকারী পি সি হালদার। আলোচনার আগে রাজখোয়া বলেছিলেন, ‘‘পরেশ এখনও দলের সেনাধ্যক্ষ। তিনি আলোচনার বিরোধিতা করেননি। আশা করি শীঘ্রই পরেশও আলোচনায় অংশ নেবেন।” জবাবি বিবৃতিতে পরেশ সাফ জানান, ২৫ বছর স্বাধীনতা সংগ্রাম চালানোর পরে ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে রাজখোয়া বিশ্বাসঘাতকতা করেছেন। অসমের অধিকার ফিরে পেতে ভারতের সঙ্গে শান্তি আলোচনা অপ্রয়োজনীয়।
|
কেরলে অপহরণ করে ধর্ষণ তিন বছরের শিশুকে |
ফুটপাতবাসী মায়ের পাশ থেকে অপহরণ করে ধর্ষণের পর রাস্তাতেই ফেলে যাওয়া হয় বছর তিনেকের ছোট্ট মেয়েটিকে। কয়েক জন স্কুল পড়ুয়া যখন তাকে দেখতে পায় তখন জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। শরীরে থিক থিক করছে পিঁপড়ে। পুলিশ জানিয়েছে, মেয়েটির মা অন্তঃসত্ত্বা। হয়তো আগে যারা ওই মহিলার উপর যৌন নির্যাতন চালিয়েছে তারাই এ বার ধর্ষণ করেছে শিশুটিকে। ১২ জনকে জেরা করার পর বছর কুড়ির এক যুবক মূল অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণ করার পর মেয়েটির শরীরের ভিতর কোনও ভোঁতা জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। গত দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আপাতত স্থিতিশীল সে।
|
যৌনতায় সম্মতির বয়স নিয়ে বিতর্ক |
ধর্ষণের নতুন আইন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা স্থগিত রইল। যৌন সম্পর্কে সম্মতির বয়স নিয়ে মতভেদের জন্যই এই সিদ্ধান্ত বলে সরকারি সূত্রে খবর। এখন ১৮ বছরের কম বয়সীরা যৌন সম্পর্কে সায় দিলেও সেই সম্পর্ককে ধর্ষণ বলেই ধরা হয়। ক্যাবিনেট নোটে ওই বয়ঃসীমা কমিয়ে ১৬ করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আরও কমানোর আর্জি জানিয়েছে আইন মন্ত্রকও। কিন্তু তাতে প্রবল আপত্তি রয়েছে মন্ত্রিসভার অন্য সদস্যদের।
|
অণ্ণা হজারের আন্দোলনের ফল ফলল। এ বার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিতে না পারলে জরিমানা হবে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের। জরিমানার অঙ্ক হতে পারে ২৫০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। বৃহস্পতিবার এ বিষয়ে ক্যাবিনেট বিল পাশ করেছে। এ বার লোকসভার অনুমোদনের জন্য পাঠানো হবে বিলটি। সমস্ত সরকারি দফতরই বিলের আওতায় পড়ছে।
|
দেশের বিভিন্ন আদালতে প্রায় তিন কোটিরও বেশি মামলা অমীমাংসিত পড়ে রয়েছে। বৃহস্পতিবার লোকসভায় এ কথা জানান আইনমন্ত্রী অশ্বিনী কুমার। সুপ্রিম কোর্টেই ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রায় ৬৬ হাজার ৫৬৯টি মামলা পড়ে রয়েছে। তার মধ্যে ২১ হাজার ৮৬২টি মামলা এক বছরের পুরনো। আরও বিচারক নিয়োগ এবং বিচারব্যবস্থার সার্বিক আধুনিকীকরণ প্রয়োজন বলে মন্তব্য করেন মন্ত্রী।
|
আগামী শনিবার জয়পুরের রামবাগ প্যালেস হোটেলে পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফের সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠকে বসবেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। সন্ত্রাস-দমন নিয়ে ভারতের দাবিগুলি ফের তুলে ধরা হবে পাক নেতৃত্বের সামনে। পাকিস্তানের পক্ষ থেকে চাপ ছিল নয়াদিল্লিতে মনমোহন সিংহের সঙ্গে আশরফের একটি ঘরোয়া বৈঠক করানোর। কিন্তু নিয়ন্ত্রণরেখায় পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ান নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এখন এই বৈঠক করা সম্ভব নয়।
|
থাকবে না নাম
সংবাদসংস্থা • মুম্বই |
বম্বে হাইকোর্ট ও মহারাষ্ট্রের দায়রা আদালতের জামিনের নির্দেশে আর ধর্ষিতার নাম উল্লেখ করা হবে না। ধর্ষণে অভিযুক্ত এক চলচ্চিত্র প্রযোজকের জামিন নিয়ে শুনানির সময়ে এই নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।
|
পঞ্চগনিমেয়ে সুহানা বড় হয়ে অভিনেত্রী হোক, এমনটাই চান শাহরুখ খান। গর্বিত বাবা সাংবাদিকদের বলেছেন, “আমি আমার মেয়েকে বড় পর্দায় দেখতে চাই। আশা করি ও বড় হয়ে অভিনেত্রীই হবে।” জন আব্রাহাম সম্প্রতি শাহরুখকে নিয়ে ছবি করতে চান বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে শাহরুখ বলেন, “জন খুব ভাল ছেলে। ওর ছবি নিয়ে আগেই আমাদের কথা হয়েছে। যদি ভাল ছবি হয় আর আমার জন্য ভাল চরিত্র থাকে তবে নিশ্চয় কাজ করব।” |