দঃ ২৪ পরগনায় ১৩টি নতুন বাসরুট |
জেলায় পরিবহণ কাঠামোর উন্নয়নে রাজ্য সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে বলে দাবি করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। বৃহস্পতিবার আলিপুরে এক অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগনার ১৩টি বেসরকারি বাসরুটের পারমিট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই মদনবাবু পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম বলেন, “লটারির মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে পারমিট বিলি করা হয়েছে। মূলত সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সঙ্গে বাসের মাধ্যেমে যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ। এর পর ছোট গাড়ির পারমিটের বিষয়ে পরিকল্পনা হয়েছে।’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমল বন্দ্যোপাধ্যায় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
|
মালয়েশিয়া যাতায়াতের প্যাকেজের সঙ্গে পাওয়া যাচ্ছে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি-র টিকিট। দিচ্ছে কলকাতার এক ট্রাভেল এজেন্ট সংস্থা। ২৪ মার্চ সেখানে গ্রাঁ প্রি ফাইনাল। যাতায়াতের প্যাকেজ পাওয়া যাচ্ছে ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত। ন্যূনতম দু’জন গেলে যাতায়াতের বিমান ভাড়া, ভিসা, ৫ রাত তিন-তারা হোটেলে থাকা ইত্যাদি মিলিয়ে মোট খরচ ৭০ হাজার টাকা।
|
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতায় মেয়েদের গাড়ি চালানো শেখাতে বিশেষ প্রশিক্ষণ চালু করছে মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল্স। মিলবে প্রশিক্ষণ ফি-র উপর ২৫% ছাড়। পাশাপাশি, অ্যাডভান্সড পাঠ্যক্রমে দিতে হবে ১,০০০ টাকা। সারা মাসে দেশ জুড়ে মহিলা চালকদের জন্য প্রতিযোগিতারও আয়োজন করেছে তারা।
|
মেয়েদের জন্য গিফট কার্ড আনল ইয়েস ব্যাঙ্ক। শনিবার পর্যন্ত ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে কার্ডটি নিলে কোনও ফি দিতে হবে না। ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে কার্ডটি কেনা যাবে। টাকা রাখা যাবে ৫০ হাজার পর্যন্ত। যা দিয়ে মাস্টারকার্ডের সুবিধা থাকা বিপণিতে জিনিস কেনা যাবে।
|
ব্যাঙ্কিং শিল্পে দক্ষ মহিলা কর্মী জোগাতে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের সঙ্গে জোট বাঁধল অ্যাক্সিস ব্যাঙ্ক। প্রতিষ্ঠানের স্নাতকোত্তর স্তরের যে-সব ছাত্রী ব্যাঙ্কিং শিল্পে যোগ দিতে আগ্রহী, তাঁদের চাকরির সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। পাঠ্যক্রম শেষে মিলবে বিশেষ সার্টিফিকেটও। |