|
পরনে ঢাকাই শাড়ি
কপালে টিপ |
|
|
‘গুণ্ডে’ ছবির শ্যুটিংয়ে বাঙালিনী প্রিয়ঙ্কা চোপড়া।
কতটা এই মাটির মেয়ে মনে হল তাঁকে
দেখে?
কতটাই
বা অটুট রইলেন বলিউডি গ্ল্যামারে? জানাচ্ছেন শহরের দুই ডিজাইনার অভিষেক দত্ত ও অগ্নিমিত্রা পল |
|
অভিষেক দত্ত: প্রিয়ঙ্কাকে ওয়েস্টার্ন আউটফিটে বেশি দেখা যায়। হলুদ ঢাকাই শাড়ির সঙ্গে বিকিনি কাট ব্লাউজে পাশ্চাত্যের ফ্যাশনের ছোঁয়া ফিরিয়ে এনেছেন ঢাকাই শাড়িতেও।
অগ্নিমিত্রা পল: এই হলুদ ঢাকাইটি কেচে নরম করে পরানো হয়েছে, যাতে প্রিয়ঙ্কার শরীরের বাঁকঝোঁক ভাল বোঝানো যায়। হলুদ ব্লাউজের সাজে শরীরের অনেকটাই খোলামেলা। বাঙালি সাজেও বেরিয়ে আসছে সেক্স অ্যাপিল। |
|
অভিষেক দত্ত: ‘বরফি’র প্রিয়ঙ্কা ছিলেন বাঙালি মেয়ে। ‘গুণ্ডে’তেও তাই। আকাশি নীলের ওপর ঘন নীল সুতোয় বোনা ঢাকাই শাড়িতে শরীরের গড়ন স্পষ্ট হয়ে উঠেছে। আরও বেশি তন্বী মনে হচ্ছে।
অগ্নিমিত্রা পল: বাংলার তাঁতের শাড়ির সঙ্গে টিপ। আর রাবার ব্যান্ড দিয়ে হালকা বাঁধনে বাঁধা চুলে প্রিয়ঙ্কার স্টাইলে অনেকটাই বাঙালিয়ানা হাজির। তবে আটপৌরে বাঙালি সাজে প্রিয়ঙ্কার হাইফাই গ্ল্যামার কিন্তু ঢাকা পড়েনি। |
|
অভিষেক দত্ত: ‘ডন’, ‘ফ্যাশন’এই সব ছবিতে প্রিয়ঙ্কাকে যেমন স্টাইলাইজড লেগেছে, ঠিক তেমনই লাস্যময়ী লাগছে তাঁকে এই লিটল ব্ল্যাক ড্রেসে। সঙ্গে ন্যুড মেক আপে স্মোকি লুকের চোখ যৌবনের দীপ্তিতে ভরা।
অগ্নিমিত্রা পল: কালো পোশাকটা ফ্যাশনের ভাষায় বেশ সাধারণ। কিন্তু তাতে কী? প্রিয়ঙ্কা চোপড়ার হাত- পায়ের টোন্ড বডির পেশিগুলো ঝকঝকে লাগছে। মানানসই হয়েছে চুলের স্টাইলও। |
|
অভিষেক দত্ত: সবুজ স্লিভলেস ব্লাউজের সঙ্গে উজ্জ্বল কমলা রঙের শাড়ি। তাঁতে বোনা সোনালি জরির ফুল। চুলে লাল ফুল বাড়িয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার মোহময়ী রহস্য।
অগ্নিমিত্রা পল: কমলা রঙের
ঢাকাই শাড়িতে প্রিয়ঙ্কা চোপড়ার শ্যামবর্ণ আরও বেশি চিকন লাগছে। আর যে ভাবে প্রিয়ঙ্কাকে ঢাকাই শাড়ি পরানো হয়েছে খুব তাড়াতাড়ি বাংলার তাঁতের রমরমা শুরু হবে সারা ভারতে। |
ছবি: কৌশিক সরকার ও বিশ্বনাথ বণিক |
|