|
|
|
|
পথে-ঘাটে আত্মরক্ষায় মেয়েদের ক্যারাটে পাঠ |
অভিজিৎ চক্রবর্তী • ঘাটাল |
পথঘাট নিরাপদ নয়। আত্মরক্ষায় মহিলাদের স্বাবলম্বী করতে তাই বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করল ঘাটাল মহকুমা প্রশাসন। আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি মানসিক শক্তি বাড়াতে ধ্যান করাও শেখানো হচ্ছে। স্কুল-কলেজের ৩৫ জন ছাত্রীকে নিয়ে ঘাটাল রেড কোর্সের অফিসে ছয় মাসের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে।
ঘাটালের মহকুমাশাসক অংশুমান আধিকারী বলেন, “প্রাথমিক ভাবে আমরা ক্যারাটে এবং মানসিক শক্তি বৃদ্ধির উপর জোর দিচ্ছি। অনুসারী কিছু চিন্তাভাবনাও রয়েছে। যেমন, কোনও মহিলা দুষ্কৃতীদের খপ্পরে পড়লে আমাদের এই টিমের মেয়েরা তাঁদের সাহায্য করতে পৌঁছে যেতে পারে ঘটনাস্থলে। মহকুমার গ্রামে-গ্রামে এই ধরনের প্রশিক্ষণের কাজেও নিয়োগ করা হবে ওঁদের।” আত্মরক্ষায় স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়ে খুশি ঘাটালের বরদার শ্রাবনী বরদোলই, কোন্নগরের শিল্পা মাল, পৌলমী মণ্ডল, মনোহরপুরের সোনামনি করনেরা। শ্রাবণী বলেন, “এই সুযোগ আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। গোটা মহকুমায় এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি।” |
|
মহকুমা প্রশাসনের উদ্যোগে চলছে ক্যারাটে ক্লাস। —নিজস্ব চিত্র। |
আত্মরক্ষার কৌশল শেখাতে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং আর্থিক সাহায্যে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক স্কুলে এখন ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে, মহকুমা প্রশাসনের উদ্যোগে নিখরচায় প্রশিক্ষণ এই প্রথম। সরকারি ভাবে এর প্রচারও শুরু হয়েছে। পঞ্চায়েত প্রধানদের দিয়ে প্রচারের ব্যবস্থা করছে ব্লক প্রশাসন। মহকুমাশাসক জানান, এখন যেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেখানে ৫০-৬০ জনের মতো জায়গা রয়েছে। সময় ভাগ করে দিলে এক সঙ্গে অনেককেই প্রশিক্ষণ দেওয়া সম্ভব। প্রশিক্ষিতদের ফের বিভিন্ন ভাগে ভাগ করে প্রশিক্ষণ দেওয়ার কাজে লাগানো হবে। প্রশিক্ষণ শেষ হলে তাঁদের নাম ও ফোন নম্বর প্রতি থানায় পাঠিয়ে দেওয়া হবে। মহকুমাশাসকের আশা, “এর ফলে নারী নির্যাতনের ঘটনা কমবে। প্রশাসনের তরফে যদি গোটা রাজ্যে এই ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তা হলে সামগ্রিক ভাবে পরিস্থিতির উন্নতি হবে।’’ আপাতত প্রশিক্ষণ দিচ্ছেন তিন জন। এর মধ্যে প্রধান চন্দ্রকোনার যুবক জিতেন চক্রবর্তী অন্যত্রও ক্যারাটে শেখান। তবে, এখানে বিনামূল্যে। কারণ জানতে চাইলে তিনি বলেন, “মহকুমাশাসকের এই উদ্যোগ প্রশংসনীয়। উনি নিজে আমাকে অনুরোধ করেছিলেন। এ ছাড়া সমাজে আমারও একটা দায়বদ্ধতা রয়েছে।” |
|
|
|
|
|